কলকাতা, 21 সেপ্টেম্বর: ঠিক একমাস পরেই আজকের দিনে মহাসপ্তমী । ফলে হাতে গোনা আর কয়েকদিন বাকি । এখন গোটা কুমোরটুলিজুড়ে দম ফেলার ফুরসত নেই শিল্পীদের। প্রতিমা তৈরির ব্যস্ততায় নাওয়া খাওয়া ভুলেছেন মৃৎশিল্পীরা ৷ তবে এবারও চোখে পড়ল প্রতিমার উপর সীসাযুক্ত রঙের দেদার ব্যবহারের ছবি । এই ঘটনায় উদ্বিগ্ন পরিবেশ বিজ্ঞানীরা ৷ তাঁদের দাবি, এই রং ব্যবহার বন্ধে দূষণ পর্ষদকে উদ্যোগী হতে হবে ৷ শিল্পীদের কথায়, "শুধু সেমিনার করে হাত গুটিয়ে নিলে হবে না । দায়িত্ব নিয়ে সচেতনতার সঙ্গেই আর্থিক সাহায্য করতে হবে । তবেই বদলাতে পারে এই ছবি ।"
পরিবেশে সীসার ভয়ঙ্কর প্রভাব নিয়ে বেশ উদ্বিগ্ন পরিবেশবিদরা । মানবদেহের জন্য যা ভীষণ ক্ষতিকারক ৷ দুর্গাপুজো বা অন্য যে কোনও পুজোতে প্রতিমা তৈরি হয় এই সীসাযুক্ত রঙে । আর সেই প্রতিমা গঙ্গায় ভাসানোর জেরে ব্যাপকভাবে দূষিত হচ্ছে জল । যার প্রভাব সুদূরপ্রসারী । যেমন, জলজ উদ্ভিদ থেকে মাছের মৃত্যু ঘটে তেমনই মাটিরও প্রভূত ক্ষতি করে সীসা । পাশাপশি সেই জল ব্যবহারে মানবদেহে চর্মরোগ, জিন গত সমস্যা, ক্যানসার-সহ একাধিক রোগ হয়ে থাকে । তাই এই সীসাযুক্ত রং ব্যবহারে লাগাম টানতে উদ্যোগ নিয়েছিল সরকার । বাস্তবায়নে দায়িত্ব নেয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ । কিন্তু তাতেও বছরের পর বছর এই ছবির পরিবর্তন করতে পারেনি পর্ষদ । প্রতিবার প্রচার, পোস্টার ব্যানার এমনকি মৌখিকভাবে এই রং ব্যবহার বন্ধ করার কথা বলা হলেও কোথাও যেন একটা উদাসীনতা রয়েই গিয়েছে । আর একটা সেমিনারে দায় শেষ ।
কিন্তু ক্ষতিকারক জেনেও কেন ব্যবহার করা হয় এই রং ? বিকল্প জৈব রং ব্যবহারে কী অসুবিধা ?