পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

10 জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল : মমতা

পয়লা বৈশাখের পর আরেক দফায় মিড ডে মিল দেওয়া হবে স্কুলগুলি থেকে ।

ছবি
ছবি

By

Published : Apr 11, 2020, 5:59 PM IST

Updated : Apr 11, 2020, 9:26 PM IST

কলকাতা, 11 এপ্রিল : কোরোনা পরিস্থিতি যাতে নাগালের বাইরে বেরিয়ে না যায়, তা নিশ্চিত করতে আগামী 10 জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুলগুলিকে বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গরমের ছুটির সঙ্গে ওই ছুটি মিশিয়ে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী । পাশাপাশি পয়লা বৈশাখের পর আরেক দফায় মিড ডে মিল দেওয়া হবে বলেও জানিয়ে দেন তিনি ।

স্কুল বন্ধ থাকা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?

লকডাউন আরও কতদিন বাড়ানো হবে, সেই নিয়ে এখনই চূড়ান্ত কিছু ঘোষণা করা হয়নি কেন্দ্রের তরফে । তবে 30 এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই বৈঠকে জানান মুখ্যমন্ত্রী । 30 এপ্রিলের পর পরবর্তী পর্যালোচনা বৈঠকে বসবেন বলে জানান তিনি ।

Last Updated : Apr 11, 2020, 9:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details