পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নয়া শিক্ষানীতি সংশোধনের দাবি, রাষ্ট্রপতির দ্বারস্থ হবে সেভ এডুকেশন কমিটি

নয়া শিক্ষানীতি সংশোধনের দাবি তুলে অনলাইনে কোটি কোটি মানুষের সই সংগ্রহ করবে সেভ এডুকেশন কমিটি। তা রাষ্ট্রপতির কাছে প্রতিবাদপত্র হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

রামনাথ
নয়া শিক্ষানীতি সংশোধনের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হবে সেভ এডুকেশন কমিটি

By

Published : Aug 10, 2020, 2:49 PM IST

কলকাতা, 10 অগাস্ট : নয়া শিক্ষানীতি সংশোধনের দাবিতে এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হচ্ছে সেভ এডুকেশন কমিটি । এই শিক্ষানীতির বিরুদ্ধে অনলাইনে সই সংগ্রহ করে তা রাষ্ট্রপতির কাছে প্রতিবাদপত্র হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন কমিটির সদস্যরা ।

নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক । এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বহু অধ্যাপক ও শিক্ষাবিদ । নতুন এই শিক্ষানীতি সংশোধনের দাবিতে আগামী 18 অগাস্ট গোটা দেশে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হবে বলে ঘোষণা করেছেন সেভ এডুকেশন কমিটির অন্যতম সদস্য তরুণ নস্কর । পাশাপাশি এর প্রতিবাদস্বরূপ রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার কথাও জানান তিনি ‌। অনলাইনের মাধ্যমে এক কোটি সই সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে তাঁদের ।

এই প্রতিবাদপত্র রাইসিনা হিলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সেভ এডুকেশন কমিটি । প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতি নিয়ে অধ্যাপক সংগঠন এবং স্কুলস্তরের বিভিন্ন শিক্ষক সংগঠনের মত নিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । এই মতামত নেওয়ার পর রাজ্যের তরফ থেকে বেশ কিছু সুপারিশ বা প্রস্তাব পাঠানো হয়েছিল । কিন্তু, কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের মতামতকে গ্রহণ করা হয়নি । যে শিক্ষানীতি ঘোষণা করা হল, তা নিয়ে রাজ্যের কোনও প্রস্তাবকেই গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ । আর এই বিষয়টিকে নিয়েই ক্ষুব্ধ শিক্ষাবিদদের পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রীও ।

ABOUT THE AUTHOR

...view details