কলকাতা, 16 ফেব্রুয়ারি : সরস্বতী পুজো মানেই পড়ুয়াদের মাতামাতি ৷ স্কুলে স্কুলে কার্ড বিলি , ঠাকুর আনা , ঠাকুর সাজানো , স্কুল সাজানো , বন্ধুদের নিয়ে প্ল্যান, ঘুরতে যাওয়া , খাওয়া দাওয়া ৷ হাজারো একটা কাজে ব্যস্ততার শেষ থাকে না পড়ুয়াদের ৷ কিন্তু এবছরের ছবিটা আগের প্রতিটা বছরের তুলনায় একদম আলাদা ৷ কোরোনা আবহে নিউ নর্মালে পড়ুয়াদের মাতামাতিতে ভাটা পড়েছে ৷ স্কুলগুলি গুটিকয়েক পড়ুয়াকে নিয়ে নমো নমো করে সরস্বতী পুজো সারল ৷
ইংরাজি মাধ্য়ম স্কুল হোক বা বাংলা মিডিয়াম ৷ কমবেশি প্রতিটা স্কুলেই বাগদেবীর আরাধনা হয় ৷ কিন্তু এবার স্কুলগুলিতে না আছে থিমের ঘনঘটা , না আছে পড়ুয়াদের ব্যস্ততা ৷ স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে খুব ছোটো করে পালন করা হয় সরস্বতী পুজো ৷ অধিকাংশ স্কুলেই ছিল না পড়ুুয়াদের ভিড় ৷ আবার কোনও কোনও স্কুলে হাতেগোনা পড়ুয়াদের নিয়ে হচ্ছে পুজো ৷ বেশ কয়েকটি স্কুলে আবার পুজোও হয়নি ৷
আরও পড়ুন :সরস্বতী পূজাতে বাংলায় শুভেচ্ছা রাষ্ট্রপতির, টুইট মোদিরও