পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Santanu Sen: বিরোধী জোটকে সহ্য করতে পারছে না বিজেপি, কটাক্ষ শান্তনু সেনের - INDIA

বিরোধী জোটের নাম 'ইন্ডিয়া' হওয়ায় এই বিষয়ে আপত্তি জানিয়ে 26টি বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে ৷ এর পিছনে বিজেপির চক্রান্ত দেখছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Jul 19, 2023, 10:52 PM IST

কলকাতা, 19 জুলাই:বিরোধী জোটকে সহ্য করতে না-পেরে, মিথ্যা অভিযোগ করছে বিজেপি ৷ বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের প্রসঙ্গে এমনই মন্তব্যই করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ৷ উল্লেখ্য, বিজেপি বিরোধী 26টি দলের জাতীয় জোটের নাম 'ইন্ডিয়া' হওয়ায় তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷ এমনকি সোম ও মঙ্গলবার বেঙ্গালুরুর বিরোধী বৈঠকে যোগ দেওয়া 26টি বিরোধী দলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন জনৈক ডা: অবনীশ মিশ্র ৷ দিল্লির বারখাম্বা থানায় এই অভিযোগ দায়ের হয়েছে ৷ 'ইন্ডিয়া' নামের অপব্যবহার করেছে বিরোধী দলগুলি, মূলত এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযোগকারীর দাবি, নির্বাচনে অযাচিত প্রভাব ফেলতে ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে ইন্ডিয়া নামের ব্যবহার করা হচ্ছে ৷ তবে এই ঘটনার পিছনে বিজেপির যোগ দেখতে পাচ্ছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ।

বিষয়টি নিয়ে কেন্দ্রের শাসক দলকে নিশানাও করেছেন তিনি । এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শান্তনু সেন বলেন,"দেশের নামে আপত্তি একমাত্র দেশদ্রোহীর থাকতে পারে । যারা স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশ সরকারের কাছে মুচলেকা দিয়ে তাদের কাছে আত্মসমর্পণ করেছিল ।" তাঁর আরও বক্তব্য, যারা মহাত্মা গান্ধির ঘাতককে গুরু বলে, যারা সাভারকরকে পুজো করে তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কী বা আশা করা যেতে পারে ।

এদিন শান্তনু হোসেন স্পষ্ট ভাষায় বলেন,"বিজেপির মদতেই পুলিশে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এর কারণ, তারা বুঝতে পেরেছে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে । যারা বিজেপির বিরোধিতা করবে তাদের দেশদ্রোদী, ভারত বিরোধী বলে হবে, এটাই বিজেপির সংস্কৃতি ৷ এখন ভারতবর্ষের মানুষ বিজেপিকে হারানোর জন্য মনস্থির করে নিয়েছে । মানুষের এই দাবিকে মান্যতা দিয়ে বিরোধী দলগুলি একত্রিত হয়ে ইন্ডিয়া তৈরি করেছে । আর সে কারণেই এটা সহ্য করতে পারছে না বিজেপি ।" মিথ্যে কেস না করে, ইন্ডিয়া নামে আপত্তি থাকলে বিজেপির তা প্রকাশ্যে বলা উচিত বলেও মনে করেন এই তৃণমূল সাংসদ ৷

আরও পড়ুন: 'নির্বাচনে প্রভাব খাটাতে ইন্ডিয়া নামের অপব্যবহার', বিরোধীদের বিরুদ্ধে থানায় অভিযোগ

উল্লেখ্য, সোম ও মঙ্গলবার বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী 26টি দলের বৈঠক হয় ৷ সেই বৈঠকেই স্থির হয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের মোকাবিলায় বিরোধী জোটের নাম হবে 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' বা 'ইন্ডিয়া' ৷

ABOUT THE AUTHOR

...view details