কলকাতা, 19 জুলাই:বিরোধী জোটকে সহ্য করতে না-পেরে, মিথ্যা অভিযোগ করছে বিজেপি ৷ বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের প্রসঙ্গে এমনই মন্তব্যই করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ৷ উল্লেখ্য, বিজেপি বিরোধী 26টি দলের জাতীয় জোটের নাম 'ইন্ডিয়া' হওয়ায় তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷ এমনকি সোম ও মঙ্গলবার বেঙ্গালুরুর বিরোধী বৈঠকে যোগ দেওয়া 26টি বিরোধী দলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন জনৈক ডা: অবনীশ মিশ্র ৷ দিল্লির বারখাম্বা থানায় এই অভিযোগ দায়ের হয়েছে ৷ 'ইন্ডিয়া' নামের অপব্যবহার করেছে বিরোধী দলগুলি, মূলত এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযোগকারীর দাবি, নির্বাচনে অযাচিত প্রভাব ফেলতে ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে ইন্ডিয়া নামের ব্যবহার করা হচ্ছে ৷ তবে এই ঘটনার পিছনে বিজেপির যোগ দেখতে পাচ্ছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ।
বিষয়টি নিয়ে কেন্দ্রের শাসক দলকে নিশানাও করেছেন তিনি । এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শান্তনু সেন বলেন,"দেশের নামে আপত্তি একমাত্র দেশদ্রোহীর থাকতে পারে । যারা স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশ সরকারের কাছে মুচলেকা দিয়ে তাদের কাছে আত্মসমর্পণ করেছিল ।" তাঁর আরও বক্তব্য, যারা মহাত্মা গান্ধির ঘাতককে গুরু বলে, যারা সাভারকরকে পুজো করে তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কী বা আশা করা যেতে পারে ।