পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC on Bankura Children Death: বাড়ির দেওয়াল ধসে তিন শিশুর মৃত্যু, বিজেপির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ শান্তনুর - বাঁকুড়ায় মৃত শিশুর পরিবার

Santanu Sen Criticises Narendra Modi: শনিবার বাড়ির দেওয়াল ধসে বাঁকুড়ায় তিন শিশুর মৃত্যু হয়েছে ৷ রবিবার তাদের পরিবারের সঙ্গে দেখা করতে গেল শান্তনু সেনের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল ৷ ফিরে এসে বিজেপির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন এই তৃণমূল সাংসদ ৷

TMC on Bankura Children Death
শান্তনু সেন

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 4:19 PM IST

কলকাতা, 1 অক্টোবর: বাঁকুড়ায় মৃত শিশুদের পরিবারের সঙ্গে রবিবার দেখা করল তৃণমূলের প্রতিনিধি দল ৷ সেই দলে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনও ৷ তিনি এ দিন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তোলেন । স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করার পর তৃণমূল নেতা শান্তনু সেন তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, " যদি নরেন্দ্র মোদি সরকার এতটা প্রতিহিংসাপরায়ণ না হত, তাহলে আমরা বিষ্ণুপুরের রোহন (5 বছর), নিসা (4 বছর) ও অঙ্কুশকে (3 বছর) হারাতাম না । মাটির দেওয়াল ধসের কারণে তাদের মৃত্যু হয়েছে । যদিও এই পরিবারগুলি আরও 11 লক্ষ পরিবারের মতো আবাস যোজনার তালিকাভুক্ত ছিল । মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছেন ।"

কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে তাঁর আরও বক্তব্য, নরেন্দ্র মোদি সরকার যদি টাকা বরাদ্দ করত তাহলে তিন মূল্যবান সন্তানের প্রাণ যেত না । তৃণমূলের তরফে আজ তাদের বাড়ি পরিদর্শন করা হয়েছে । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কিছু সহায়তাও পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে । মৃত শিশুদের পরিবারকে দিল্লি নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন শান্তনু সেন । তিনি জানান, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে আজ দিল্লি যাবেন তিনজন মৃত শিশুর বাবা জয়দেব সর্দার, প্রশান্ত সর্দার এবং চণ্ডী সর্দার । রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁদের দেখাশোনা করছেন ।

অন্যদিকে বিজেপি এবং তৃণমূলকে আক্রমণ করে সিপিএমের অভিযোগ, মোদি-দিদির মেকি লড়াই আর ব্যাপক দুর্নীতির জন্য আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত বাংলার বহু মানুষ । কংগ্রেসের অভিযোগ, চুরি দুর্নীতিতে জড়িত তৃণমূলের জন্মই লাশের রাজনীতির মাধ্যমে ।

পরিবারের সঙ্গে দেখা করলেন শান্তনু সেন

আরও পড়ুন:খেলতে খেলতে আচমকাই ভেঙে পড়ল মাটির দেওয়াল, চাপা পড়ে মৃত 3 শিশু

প্রসঙ্গত, টানা বৃষ্টিতে বাঁকুড়ার বাঁকাদহে হিমঘর শ্রমিক ও খেতমজুর ভক্ত সর্দারের ভাঙাবাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে তিন শিশুর । আবাস যোজনা প্রকল্পের তালিকায় নাম থাকা সত্ত্বেও বাড়ি পাননি ভক্ত সর্দার বলে অভিযোগ । এই ঘটনায় বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ওই গ্রামে যেমন শোকের ছায়া নেমে এসেছে ৷ তেমনই শুরু হয়েছে রাজনৈতিক তরজাও ।

ABOUT THE AUTHOR

...view details