পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 13, 2020, 12:34 AM IST

ETV Bharat / state

কোরোনা পরিত্রাণে নিয়মিত প্রার্থনা করছি, মন্তব্য সন্ধ্যা রায়ের

কোরোনার বিপদ থেকে রক্ষা পেতে ঘরেই প্রার্থনা করে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সাংসদ সন্ধ্যা রায় । প্রার্থনা শুধুমাত্র নিজের জন্য নয় । সকল মানুষই যাতে কোরোনা আতঙ্ক থেকে পরিত্রাণ পান সে জন্য প্রার্থনা করছেন তিনি ৷ পাশাপাশি, বাড়ির যাবতীয় কাজ সামলাচ্ছেন তিনি ৷

sandhya roy praying for corona to be vanquished
কোরোনার থেকে বাঁচাতে পারে একমাত্র ঈশ্বর, বললেন সন্ধ্যা রায়

কলকাতা, 12 এপ্রিল : কোরোনার বিপদ থেকে রক্ষা পেতে ঘরেই প্রার্থনা করে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সাংসদ সন্ধ্যা রায় । প্রার্থনা শুধুমাত্র নিজের জন্য নয় । সকল মানুষই যাতে কোরোনা আতঙ্ক থেকে পরিত্রাণ পান সে জন্য প্রার্থনা করছেন তিনি ৷ পাশাপাশি, বাড়ির যাবতীয় কাজ সামলাচ্ছেন তিনি ৷

গতকালই 79 বছরে পা দিয়েছেন অভিনেত্রী সন্ধ্যা রায় । তবে তাঁর ইচ্ছাশক্তি এবং অদম্য মনের জোরের কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে না এই বয়স । লকডাউনে বাইরের কাজ না থাকলেও সামলে চলেছেন ঘরের কাজ । এখনও যথেষ্ট সুস্থ রয়েছেন তিনি । তবে কোরোনা নিয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি ৷ ETV ভারতকে তা জানালেন অভিনেত্রী । কোরোনা থেকে মুক্তি পেতে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তিনি । টালিগঞ্জের বাড়িতে নিজের পুজোর ঘরের আরাধ্য গৃহদেবতাকে জানাচ্ছেন কোরোনা থেকে দেশের সাধারণ মানুষকে মুক্তি দিতে । অনেকটা বেশি সময় ধরে পুজোর ঘরে সময় দিচ্ছেন তিনি । পাশাপাশি, অবসর সময়ে দেখছেন পুরোনো দিনের সিনেমা । বাদ দিচ্ছেন না বর্তমান যুগের সিনেমাও ।

প্রসঙ্গত, 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত 5 বছরের জন্য তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন সন্ধ্যা রায় । গত লোকসভা নির্বাচনে ভোটে না দাঁড়ালেও রাজনীতির সঙ্গে তাঁর রয়েছে যোগাযোগ । প্রতিমুহূর্তে খবর রাখছেন রাজ্য তথা দেশের । খুব গুরুত্বপূর্ণ কাজ থাকলেও বাড়ির বাইরে বেরোচ্ছে না তিনি । বরং ঘরের বাইরে না বেরোনোর জন্য অন্যদের করছেন সতর্ক । তিনি বলেন, ঈশ্বরই পারেন দেশের মানুষকে কোরোনার প্রকোপ থেকে পরিত্রাণ দিতে । কার্যত সেই বিশ্বাসেই পুজোর ঘরে প্রতিদিন নিয়ম করে প্রার্থনা সেরে নিচ্ছেন তিনি । তিনি বলেন, " ঈশ্বরের কাছে সমস্ত মানুষের মঙ্গলের জন্য সব সময় প্রার্থনা ৷ তাড়াতাড়ি যাতে সব ঠিক হয়ে যায় । সব মানুষ যাতে হাসিমুখে কাজ করতে পারে । আবার সুস্থ ভাবে জীবনযাপন করতে পারে । "

ABOUT THE AUTHOR

...view details