পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা, কলকাতার আরও দুই স্টেডিয়ামে সেফ হোম

কলকাতায় আরও 2 স্টেডিয়ামকে সেফ হোম বানানোর প্রক্রিয়া শুরু হয়েছে । নবান্ন সূত্রে পাওয়া গেছে ।

Safe home at two more stadiums in Kolkata
Safe home at two more stadiums in Kolkata

By

Published : Jul 16, 2020, 9:48 PM IST

কলকাতা, 16 জুলাই : গোটা দেশে আক্রান্তের সংখ্যার নিরিখে প্রতিদিন ভেঙে যাচ্ছে আগের দিনের রেকর্ড । গোটা দেশেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ‍্যা । ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ । আর সেই সূত্রে, একদিকে যেমন হাসপাতালের বেড বাড়ানোর প্রক্রিয়া চলছে । অন্যদিকে তেমন ভাবেই চলছে সেফ হোম আরও বেশি করে বাড়ানোর কাজ । নবান্ন সূত্রে খবর কলকাতার আরও 2 স্টেডিয়ামকে সেফ হোম বানানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার ।

উপসর্গহীন কিংবা মৃদু উপসর্গ থাকা কোরোনা আক্রান্তদের বাড়িতে রেখেই চিকিৎসা সম্ভব । এমনটাই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক । কিন্তু অনেকের ক্ষেত্রেই বাড়িতে নিজেকে আইসোলেশনে রাখার মতো পরিস্থিতি নেই । তাদের জন্য রাজ্য সরকার সেফ হোমের ব্যবস্থা করছে । দিন কয়েক আগে ইডেন গার্ডেন্সে সেফ হোম তৈরি করেছে রাজ্য সরকার । এবার সেই পথেই যাদবপুরের কিশোর বাহিনী ও কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম তৈরি হতে চলেছে সেফ হোম । নবান্ন সূত্রে পাওয়া গেছে এমন খবর ।

নবান্ন সূত্রে জানা গেছে, যাদবপুরের কিশোর বাহিনী স্টেডিয়ামে সেফ হোমের উপযুক্ত পরিকাঠামোর তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ত দপ্তরকে । গীতাঞ্জলির ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা উন্নয়ন নিগমকে । আশা করা হচ্ছে দ্রুত ওই 2 স্টেডিয়ামে পরিকাঠামো তৈরি হয়ে যাবে ।

ABOUT THE AUTHOR

...view details