পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

RSS Branch in Bengal: শাখা বৃদ্ধিতে বঙ্গে জোর দিচ্ছে সংঘ - RSS is trying to increase organizational

সংঘ প্রধানের কথা মতো সংঘের শাখা বৃদ্ধি হয়েছে বঙ্গে ৷ তবে এই বিষয়ে আরও জোর দিচ্ছে আরএসএস (RSS is trying to increase organizational strength before Lok Sabha election)৷

Etv Bharat
বঙ্গে আরএসএস

By

Published : Mar 19, 2023, 6:59 AM IST

Updated : Mar 19, 2023, 8:33 AM IST

কলকাতা, 19 মার্চ: চলতি বছর 23 জানুয়ারি কলকাতায় সভা করার সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএস প্রধান মোহন রাও ভাগবত সংঘের শাখা বৃদ্ধির কথা বলেছিলেন । সেই মতোই রাজ্যে বেড়েছে সংঘের শাখা (RSS in Bengal)। ভবিষ্যতে এই শাখার সংখ্যা বৃদ্ধির উপর বাড়তি জোর দেওয়া হবে বলেও জানা গিয়েছে । শনিবার আরএসএসএসের পক্ষ থেকে কেশব ভবনে একটি সাংবাদিক সম্মেলন করে এমন কথা জানানো হয় (Branch of RSS in West Bengal)।

আরএসএসের পক্ষ থেকে বিপ্লব রায় বলেন, "গত 12, 13 ও 14 মার্চ পানিপথের সমালখায় অখিল ভারতীয় প্রতিনিধি সভায় সারা ভারতবর্ষ থেকে প্রতিনিধিরা এসেছিলেন । সেই প্রতিনিধিরা সারা দেশে সংঘের সেবা এবং গঠনমূলক কাজ কীভাবে এগোচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন । এছাড়াও রাজ্যের শাখা বৃদ্ধি হয়েছে । তবে শুধুমাত্র শাখার বৃদ্ধি নয় প্রান্তিক এলাকার মানুষদের কাছে পৌঁছতে হবে । সেই মতোই শাখা বৃদ্ধি করা হয়েছে ।"

পাশাপাশি এদিন আরএসএসের পক্ষ থেকে জিষ্ণু বসু বলেন, "পশ্চিমবঙ্গে সংঘের কাজ আরও বাড়াতে হবে । কেরলে সংঘের শাখা অনেকটাই বেড়েছে । 2021 সালে অতিমারি এবং অন্যান্য অত্যাচার থেকে বেরিয়ে এসে আবারও সংঘের কাজ স্বাভাবিক ছন্দে ফিরেছে । একটা যে ভয়ের পরিবেশ ছিল সেটা কাটিয়ে এখন গ্রাম ও শহরে সংঘের কাজ শুরু হয়েছে । শাখা সংগঠন বৃদ্ধির ক্ষেত্রে যাঁরা দেশপ্রেমী মানুষ তাঁদের লাগাতার প্রয়াস ছিল ।"

রাজ্য সরকার অবশেষে শিক্ষা নীতিকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে জিষ্ণু বসু বলেন, "জাতীয় শিক্ষানীতি নিয়ে তো আমার গর্ব হচ্ছে । কারণ জাতীয় শিক্ষানীতি আজকে যেটা কেন্দ্র সরকার গ্রহণ করেছে তার সবকটা প্লেয়ার বাঙালি মনীষীরাই তৈরি করেছেন । বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনার এই শিক্ষানীতি অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল তবে আজ বাঙালি হয়ে আমার গর্ববোধ হচ্ছে ।"
আরও পড়ুন :'আরএসএস স্বৈরাচারী', লন্ডনে চ্যাথাম হাউজের কথোপকথনে মন্তব্য রাহুলের

Last Updated : Mar 19, 2023, 8:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details