কলকাতা, 10 জুন: সামনেই বর্ষাকাল। আর বর্ষাকালে আবর্জনা ভরে গিয়ে নিকাশি ব্যবস্থা থমকে যায়। যার ফলে বাড়ে জল জমার প্রবণতা। জল জমা আটকানোর জন্য রাস্তার উপরের ম্যানহোলগুলো পরিষ্কার থাকা যথেষ্ট প্রয়োজনীয়। এবার শক্তিশালী ক্যামেরার মাধ্যমে নিকাশি নালার ভিতরের নারী নক্ষত্র ফুটে উঠবে বিশেষ এলসিডি স্ক্রিনে। ভিতরে কতটা পলি জমেছে, কতটা জলস্তর। জলের গতি স্বাভাবিক কি না, মিথেনের মত বিষাক্ত ও দাহ্য গ্যাস আছে কি না, সবকিছুরই খুঁটিনাটি তথ্য চোখের পলকে ফুটে উঠবে স্ক্রিনে। প্রায় 1 কোটি টাকা খরচ করে নিকাশি ব্যবস্থার উন্নতিপ্রকল্পে অত্যাধুনিক তিনটি রোবট কিনেছে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি।
এমন রোবট ইতিমধ্যেই দেশের দুই রাজ্য অসম ও কেরলে বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন পৌর এলাকায় পলি নিষ্কাশন করার কাজে ব্যবহার করা হয়। তবে পশ্চিমবঙ্গে এই প্রথম। এই প্রযুক্তিতে ম্যানহোলে নেমে কর্মী মৃত্যু এড়ানো যাবে বলেই আশাবাদী এনকেডিএ কর্তৃপক্ষ। এনকেডিএ সূত্রে জনা গিয়েছে, এত দিন নিকাশি নালা সাফাই কর্মীরা সাফ করত। কিন্তু ম্যানহোলে নামা বারণ আছে আইনেও। আবার ঝুঁকিও থেকে যায়। তাই ধীরে ধীরে নিকাশি উন্নতির কথা ভাবা হয়েছে।
জানা গিয়েছে, এই রোবট ব্যবহার অন্য মাত্রা আনবে নিকাশি ব্যবস্থায়। রোবট গুলি হবে বিদ্যুত চালিত। একটি অ্যাপের মাধ্যমে পরিচালনা হবে পুরো বিষয়টি। ইতিমধ্যেই শনিবার ডিসি ব্লক এলাকায় পরীক্ষা মূলক কাজ শুরু হয়েছে। এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন এনকেডিএ চেয়ারম্যান দেবাশিস সেন, সিইও প্রশান্ত কুমার বরাই-সহ অন্যান্য আধিকারিকরা।এক আধিকারিকের কথায়, ম্যানহোল পরিষ্কারে প্রাণের ঝুঁকি কমবে এই রোবট ব্যবহারে। এই কাজে অল্প সময় যেমন লাগবে তেমনি প্রযুক্তিগত উন্নতির কারণে কাজও হবে আরও সুন্দর ও মসৃণ ৷