কলকাতা, 9 এপ্রিল: কোরোনা সংক্রমণ রোধে সারা দেশে জারি রয়েছে লকডাউন । এই অবস্থায় পুলিশকে অতি তৎপর হতে দেখেছে সাধারণ মানুষ । জেলা থেকে শুরু করে শহর কলকাতা সর্বত্র পুলিশের অভিনব কায়দায় মানুষের মধ্যে সচেতনার বার্তা পৌঁছে দেওয়ার খবর সামনে এসেছে । কখনওবা সামাজিক কাজেও সাহায্যের হাত বাড়িয়েছে পুলিশ । বিভিন্নভাবে শহরবাসীর মন জিতে নিয়েছে কলকাতা পুলিশও । এবার পথচিত্র এঁকে মানুষকে আরও সচেতন করতে উদ্যোগ নিল পাটুলি থানার পুলিশ । ইতিমধ্যেই এভাবে সচেতনতা প্রচারের পথে হেঁটেছে জেলার কয়েকটি থানা ।
সচেতনতার বার্তা প্রচারে পথচিত্র এবার কলকাতাতেও, এগিয়ে এল পাটুলি থানা
এবার পথচিত্রের মাধ্যমে সচেতনতার বার্তা প্রচার করতে উদ্যোগ নিল কলকাতার পাটুলি থানার পুলিশ । এর আগে রাজ্যের বিভিন্ন জায়গায় পথচিত্রের মাধ্যমে মানুষকে সচেতন করতে উদ্যোগ নিতে দেখা গেছে জেলা পুলিশকে ।
লকডাউনের কারণে মানুষ এখন গৃহবন্দী । সচেতনার বার্তা দেওয়ার পাশাপাশি শহরের অভুক্তদের খাবার দেওয়া কিংবা বাজার করে দেওয়ার মতো বিভিন্ন সামাজিক কাজে লিপ্ত হতে দেখা গেছে কলকাতা পুলিশকে । কখনও আবার শহরবাসীর বিনোদনের দায়িত্বও কাঁধে তুলে নিয়েছে পুলিশ । কোথাও গাইছে বেলা বোস। কোথাও হাতিয়ার- গুপী গাইন বাঘা বাইন, কোথাও আবার শায়েরি । এবার পুলিশ নামল পথচিত্রে মুন্সিয়ানা দেখাতে । ইতিমধ্যেই নজর কেড়েছে পাটুলি থানার পথচিত্র ।
রাস্তার উপর রংবেরঙের ছবি এঁকে চালানো হচ্ছে সচেতনতায় প্রচার । "বাড়িতে থাকুন, সুস্থ থাকুন । STAY HOME STAY SAFE, পাটুলি থানা" লেখা হয়েছে রং-তুলি দিয়ে । পাশাপাশি মাস্ক ব্যবহারের জন্যও প্রচার চালানো হচ্ছে এই থানার পক্ষ থেকে । পুলিশের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে শহরবাসীর ।