কলকাতা, 20 জুলাই : তৃণমূলের শহিদ দিবসে এবারও শহর অচল হওয়ার প্রবল সম্ভাবনা । গত দু'দিন ধরে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন কর্মী-সমর্থকরা । আগামীকাল ছুটির দিন হলেও একাধিক রাস্তা বন্ধ থাকবে, সকাল থেকেই পথে নামবেন নেতা-কর্মীরা ৷
হাওড়া, শিয়ালদা স্টেশন থেকে বিভিন্ন জেলার কর্মী-সমর্থকরা ধর্মতলায় মূল মঞ্চের দিকে আসবেন ৷ দলীয় সূত্রে খবর, কর্মী-সমর্থকরা ট্রেন ছাড়াও সড়কপথে বিভিন্ন জেলা থেকে আসবেন, যোগ দেবেন জনসভায় ৷ ডানলপ, শ্যামবাজার, শোভাবাজার, আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট থেকে শুরু করে বেহালা, কালীঘাট সহ একাধিক জায়গা থেকে মিছিল এসে জড়ো হবে ধর্মতলায়৷ দুই 24 পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর সহ বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা আসছেন বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে ৷ আগামীকালের সমাবেশে নিজেকে ফের একবার রাজনৈতিকভাবে প্রমাণ করার চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সভা থেকেই একুশের একটি আভাস মিলতে পারে ৷
কোন পথে 21-র মঞ্চে - meeting
আগামীকাল ছুটির দিন হলেও একাধিক রাস্তা বন্ধ থাকবে, সকাল থেকেই পথে নামবেন নেতা-কর্মীরা ৷ হাওড়া, শিয়ালদা স্টেশন থেকে বিভিন্ন জেলার কর্মী-সমর্থকরা ধর্মতলায় 21জুলাইয়ের মূল মঞ্চের দিকে আসবেন ৷ ডানলপ, শ্যামবাজার, শোভাবাজার, আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট থেকে শুরু করে বেহালা, কালীঘাট সহ একাধিক জায়গা থেকে মিছিল এসে জড়ো হবে ধর্মতলায় ৷
যে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তৈরি রাখা হয়েছে পুলিশকে৷ কলকাতা পুলিশ জানিয়েছে, ভোর 4টে থেকে রাত 9 টা পর্যন্ত বেশ কিছু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে । যান নিয়ন্ত্রণ করা হবে আমহার্স্ট স্ট্রিট, বিধান সরণি, কলেজ স্ট্রিট, ব্রেবোর্ন রোড, স্ট্র্যান্ড রোডের একাংশ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিক স্ট্রিট, নিউ সি আই টি রোড ও রবীন্দ্র সরণিতে । লালবাজারের তরফে জানানো হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়াগায় নজরদারি চালাবে উচ্চ পদমর্যাদার পুলিশ আধিকারিকরা ৷ নজরদারি চালানো হবে CCTV- ড্রোনের মাধ্যমে ৷ মূল মঞ্চের সামনে রীতিমতো নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে ৷ পুলিশ কুকুর থেকে শুরু করে বম স্কয়্যাডের কর্মীরা সদাসতর্ক নজরদারি চালাচ্ছেন৷