কলকাতা, 10 নভেম্বর: রাজ্যের পরিবহণ ব্যবস্থা কি ক্রমশ সাধারণ মানুষের কাছে ত্রাস হয়ে উঠছে ? শহর যত উন্নত হচ্ছে তত গতি বাড়ছে। বাড়ছে জনসংখ্যাও। পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। রাস্তাকে মানুষের জন্য নিরাপদ করে তুলতে বসানো হয়েছে স্পিডো মিটার। প্রতিটি ট্রাফিক সিগনালে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
রাত হলেই বিভিন্ন রাস্তায় ট্রাফিক পুলিশের তরফে ব্রেথ অ্যানালাইজার দিয়ে চালকের নিশ্বাস পরীক্ষা করা হচ্ছে। ট্র্যাফিক বিভাগের পক্ষ থেকে চালকদের প্রশিক্ষণ শিবিরও শুরু করা হয়েছে। তবুও কমছে না পথ দুর্ঘটনা। বরং সম্প্রতি রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে বা কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক পক্ষ থেকে রোড অ্যাক্সিডেন্টস ইন ইন্ডিয়া রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে রাজ্যে গতবছরের তুলনায় বেড়েছে পথ দুর্ঘটনা। তাহলে সমস্যা কোথায়?
সাধারণ মানুষের জন্য কতটা নিরাপদ রাস্তা-ঘাট? সম্প্রতি বেহালার বাস দুর্ঘটনা আবারও সেই প্রশ্ন তুলে দিয়েছে। রাস্তার নিরাপত্তা নিশ্চিত করা আর গণপরিবহনের উন্নয়নের জন্য কি যথেষ্ট সচেতন প্রশাসন? এই নিয়েও উঠছে প্রশ্ন। রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মন্ত্রকের পক্ষ থেকে রোড অ্যাক্সিডেন্টস ইন ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা যথাক্রমে:
2018 সালে 12 হাজার 705টি
2019 সালে 12 হাজার 658টি
2020 সালে 10 হাজার 863টি
2021 সালে 11হাজার 937টি
2022 সালে 13 হাজার 686টি, অর্থাৎ দেখা যাচ্ছে 21 থেকে 22 এর মধ্যে এক লাফে পথ দুর্ঘটনার সংখ্যা বেড়েছে 1হাজার 749টি। দেশের সবকটি রাজ্যের মধ্যে পথ দুর্ঘটনার খতিয়ান অনুসারে পশ্চিমবঙ্গের স্থান রয়েছে 11 নম্বরে। এই তালিকায় একেবারে উপরে রয়েছে উত্তরপ্রদেশ।
রাজ্যে সরকারের পরিবহণ বিভাগের তরফে প্রকাশিত 'ড্রাইভিং ম্যানুয়াল'-এর তথ্য অনুসারে পথ দুর্ঘটনার কারণ অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, কোনও কারণে চালকের মানসিক চাপ, মদ্যপান করে গাড়ি চালানো, লালবাতি না মানা, সিট বেল্ট না পড়া, হেলমেট না পড়া ছাড়াও কারণ হিসাবে উটে এসেছে গাড়ি বা মোটরবাইক চালাবার সময় মোবাইলে কথা বলা, সুনির্দিষ্ট লেন না মানা, গাড়ির ত্রুটিপূর্ণ অবস্থা, খারাপ রাস্তা-সহ আরও একাধিক বিষয় দর্শানো হয়েছে।
এই বিষয় পাবলিক ভেহিকেল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, প্রায় 90 হাজারের মত গাড়িতে এখন ভিএলটি (ভেহিকেল লোকেশন ট্র্যাকিং) ডিভাইস বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে ৷ তাই বাসগুলো ঠিকঠাক পরিষেবা দিচ্ছে কি না, কোনও বাস অতিরিক্ত বেগে গাড়ি চালাচ্ছে কি না, সেটা নজরে রাখা সম্ভব হয়েছে। এছাড়াও সরকারের তরফে চালক এবং ড্রাইভিং স্কুলের শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া চলছে। এখানে শুধু দক্ষ চালক তৈরি করা নয়, একজন চালক যখন গাড়ি চালাচ্ছেন তাঁর মানসিক অবস্থা কেমন থাকতে হবে সেই নিয়েও আলোচনা করা হয়।
পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করতে পরিবহণ দফতর 'আইরেড' (irad) অ্যাপ ব্যবহার করে। মূলত, একটি পথ দুর্ঘটনা হলে পুলিশ, চিকিৎসক এবং মোটর ভেহিকেল বিভাগের পক্ষ থেকে পৃথক ভাবে রিপোর্ট দেওয়া হয়। প্রতিটি রিপোর্ট এই অ্যাপে আপলোড করতে হয়। অর্থাৎ প্রতিটি দুর্ঘটনার চুলচেরা বিশ্লেষণ করা সম্ভব হয়। কী কারণে দুর্ঘটনা ঘটছে, এর থেকে তথ্য বের করে প্রশিক্ষণের ম্যানুয়াল তৈরি করা হয়।
ট্রান্সপোর্ট ডিরেক্টরেট থেকে পাওয়া তথ্য অনুসারে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি দুর্ঘটনা হচ্ছে জাতীয় ও রাজ্য সড়কে । রাতের তুলনায় সকালে দুর্ঘটনার সংখ্যা তুলনায় বেশি ৷ শুধু তাই নয়, সেই দুর্ঘটনার জন্য বেশিরভাগ সময়ে দায়ী থাকছে মোটারবাইকের চালক ৷ আরও সহজ ভাবে বোঝালে, শীতের সময় কুয়াশা ও বর্ষার সময় ভেজা রাস্তার জন্য মোটরাবাইকের গতি কম থাকে ৷ কিন্তু আকাশ পরিষ্কার বা রৌদ্রজ্জ্বল আবহাওয়া হলে মোটারবাইকের চালকরা গতি বাড়িয়ে দিচ্ছেন ৷ এক্ষেত্রে তাঁদের বাইকে থাকে না স্পিডো মিটারও ৷ ফলে মোটরবাইকের সঙ্গে উলটো দিক থেকে আসা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা বাড়ছে ৷