পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেডিকেলে দুর্গাপুজো বাতিল "সদর্থক পদক্ষেপ", রাজ্যকেও সতর্কবার্তা চিকিৎসক সংগঠনের

একাধিক চিকিৎসক সংগঠনের বক্তব্য, দেশের পাশাপাশি এ রাজ্যে যেভাবে সংক্রমণের হার ক্রমাগত বাড়ছে, এটা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের পরিস্থিতিতে যেখানে জনগণের স্বাস্থ্যবিধি মেনে চলার দিক, যেটা সরকারের তরফে সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার ছিল, যাতে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলেন, মেনে চলতে বাধ্য হন, সেটা হচ্ছে না।

Medical Durgapujo
মেডিকেলে দুর্গাপুজো

By

Published : Oct 15, 2020, 7:51 AM IST

Updated : Oct 15, 2020, 10:09 AM IST

কলকাতা , 15 অক্টোবর : কলকাতা মেডিকেল কলেজে দুর্গাপুজো আয়োজনের সিদ্ধান্ত বাতিল হওয়ার বিষয়টিকে অত্যন্ত সদর্থক পদক্ষেপ বলে জানাল চিকিৎসকদের বিভিন্ন সংগঠন । দুর্গাপুজো বাতিলের এই সিদ্ধান্তকে সংগঠনের তরফে স্বাগত জানানো হয়েছে । এদিকে, যেভাবে রাজ‍্যে কোরোনা সংক্রমণ বেড়ে চলেছে, তাতে উদ্বেগে রয়েছেন চিকিৎসকেরা । এই বছর পুজোর সময় যাতে মানুষের সমাগম না হয়, সকলেই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, এইসব বিষয় দেখার জন্য সরকারকে অনুরোধ জানানো হয়েছে চিকিৎসকদের তরফে ।


দেশের পাশাপাশি এ রাজ্যে যেভাবে সংক্রমণের হার ক্রমাগত বাড়ছে, এটা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের পরিস্থিতিতে যেখানে জনগণের স্বাস্থ্যবিধি মেনে চলার দিক, যেটা সরকারের তরফে সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার ছিল, যাতে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলেন, মেনে চলতে বাধ্য হন, সেটা হচ্ছে না। এ কথা জানিয়ে এ রাজ‍্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন, সার্ভিস ডক্টরস ফোরাম-এর সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "আমরা দেখতে পাচ্ছি, দুর্গাপুজোর মতো অত্যন্ত চাকচিক্য-জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, যেখানে লাখ লাখ মানুষের জমায়েত হয়, সেই পুজোর অনুমতি দিল সরকার। শুধুমাত্র অনুমতি নয়, রাজ্য সরকার সাধারণ মানুষকে উৎসাহিত করছে, যাতে তাঁরা বাইরে বেরিয়ে উৎসব পালন করেন।" তিনি বলেন, "এই ধরনের পরিস্থিতির মধ্যে ঐতিহ্যবাহী কলকাতা মেডিকেল কলেজে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল। আমরা এর প্রতিবাদ জানিয়ে বলেছিলাম, এই পুজো হলে সাধারণ মানুষ আরও উৎসাহিত হবেন। যেটা COVID-19-এর সংক্রমণের ক্ষেত্রে বিপদ ডেকে আনবে। শেষ পর্যন্ত কলকাতা মেডিকেল কলেজে দুর্গাপুজোর আয়োজন বাতিল করা হয়েছে । এটা অত্যন্ত সদর্থক পদক্ষেপ বলে আমরা মনে করি।"

সার্ভিস ডক্টরস ফোরাম-এর সাধারণ সম্পাদক জানিয়েছেন, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরা চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন, সরকার যেন দেখে যাতে এ বছর পুজোর সময় মানুষের জমায়েত কম হয়‌, ভিড় কম হয়। চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "COVID-19-এর এই পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষ উৎসাহিত হয়ে যদি বড় ধরনের উৎসব পালন করেন, সে ক্ষেত্রে COVID-19-এর সংক্রমণ হাজার গুণ বেড়ে যাবে। তখন এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার মতো স্বাস্থ্য পরিকাঠামো এ রাজ্যে নেই। কলকাতা মেডিকেল কলেজে দুর্গাপুজোর সিদ্ধান্ত বাতিল করা হয়েছে, আমরা সাধুবাদ জানাচ্ছি।"

আরও পড়ুন , বাতিল কলকাতা মেডিকেলের দুর্গাপুজো


চিকিৎসকদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার-এর কলকাতা জেলা কমিটির সম্পাদক, চিকিৎসক বিপ্লব চন্দ্র বলেন, "ঐতিহ্যবাহী কলকাতা মেডিকেল কলেজে যে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল, তা আমরা সমর্থন করিনি। যখন জানতে পারলাম, কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার এবং পড়ুয়াদের একাংশ যাঁরা এই দুর্গাপুজোর আয়োজন করেছিলেন COVID-19-এর এই পরিস্থিতিতে, তাঁরা এই পুজো আয়োজনের সিদ্ধান্ত বাতিল করেছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। তাঁদের এই সিদ্ধান্ত বাতিলকে আমরা স্বাগত জানাচ্ছি।" তিনি বলেন, "কারণ, মেডিকেল কলেজের মতো কোনও স্থানে চিকিৎসক এবং পড়ুয়ারা যদি দুর্গাপুজোর আয়োজন করেন, তাহলে জনমানসে একটা ভুল বার্তা যাবে। এর ফলে আরও অনেক মানুষ দুর্গাপুজোয় জনসমাগমে উৎসাহিত হবেন। এর ফলে ব্যাপক হারে COVID-19-এর সংক্রমণের সম্ভাবনা বাড়বে।" এই চিকিৎসক বলেন, "আমরা খুব আশান্বিত যে, আগামী দিনে যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মের প্রভাব থেকে মুক্ত হয়ে মুক্তচিন্তায় সাধারণ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য পরিবেশ দেশজুড়ে গড়ে উঠবে।"


COVID-19-এর মোকাবিলায় দুর্গাপুজোর সময় যাতে মণ্ডপে মণ্ডপে জনসমাগম না ঘটে, সকলে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, তার জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে এ রাজ‍্যের সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনকে নিয়ে গঠিত জয়েন্ট প্ল‍্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল। এ দিকে, কলকাতা মেডিকেল কলেজে দুর্গাপুজোর আয়োজনের বিষয়ে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের এই মঞ্চের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি, এই বিষয়টি নিয়ে এই সংগঠনগুলির মধ্যে আলোচনা না হওয়ার জন্য। তবে, কলকাতা মেডিকেল কলেজে দুর্গাপুজো আয়োজনের সিদ্ধান্ত বাতিল হওয়ার পরও চিকিৎসকদের এই মঞ্চের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। জানানো হয়েছে, কলকাতা মেডিকেল কলেজে দুর্গাপুজো আয়োজনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে, তাই এই বিষয়ে কোনও বক্তব্য রাখতে চায় না জয়েন্ট প্ল‍্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল।

মেডিকেলে দুর্গাপুজো বাতিল "সদর্থক পদক্ষেপ" , বলছেন চিকিৎসকরা
Last Updated : Oct 15, 2020, 10:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details