কলকাতা, 12 নভেম্বর: বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লোকসভা নির্বাচনের আগে নিজেদের শক্তি এবং দুর্বলতা বোঝার চেষ্টা করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, বছর ঘুরলেই রাজ্যে গুরুত্বপূর্ণ চব্বিশের লোকসভা নির্বাচন রয়েছে। তার আগে এবার বিজয়া সম্মিলনীগুলিকে দলের জনসংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে নিয়েছিল রাজ্যের শাসকদল। আর সে কারণেই পাহাড় থেকে সাগর প্রত্যেকটি ব্লকে বিজয়া সম্মিলনীকে সামনে রেখে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেছিল তৃণমূল।
মূলত এবার বিজয়া সম্মেলনের মাধ্যমে দলের লক্ষ্য ছিল রাজ্যে যেভাবে শাসকদলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তারপর বাংলার মানুষ কী ভাবছে তা নিয়ে তাদের মন বোঝার। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, সাগর থেকে পাহাড় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে এবার ভিড় ছিল চোখে পড়ার মতো। এখানেই শেষ নয়, এই ভিড়ের মধ্যে বেশিরভাগই সিংহভাগ ছিল যুব এবং মহিলা। দলীয় সূত্রে খবর, এবার এই বিজয়া সম্মিলনীগুলি থেকে দলের কিছু সংগঠনিক দুর্বলতাও প্রকাশ্যে এসেছে।
বহু ক্ষেত্রে দেখা গিয়েছে বিজয়া সম্মিলনীর মঞ্চে নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব। নিচুতলার কর্মীরা বহু ক্ষেত্রে ব্লক নেতৃত্বকে সেভাবে মানতে চাইছে না। একইভাবে প্রকাশ্যে এসেছে ব্লক সভাপতি বনাম বিধায়ক কোথাও কোথাও সংসদের সংঘাতের ছবিও। এবার লোকসভা নির্বাচন নিজেদের জন্য অ্যাসিড টেস্ট হিসাবেই দেখছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তাই এ ধরনের ছোট-বড় দুর্বলতাগুলিকেও হালকাভাবে নিতে চাইছে না রাজ্যের শাসকদল ৷ আর সে কারণেই বিজয়া সম্মিলনী থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করেই আবার ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল। খুব শীঘ্রই এই নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপও দেখা যেতে পারে।
ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এবছর গোটা রাজ্যজুড়ে হওয়া প্রায় হাজারের বেশি বিজয়া সম্মিলনীগুলি শুধুমাত্র সাধারণ মানুষকে মিষ্টিমুখ আর বিজয়ার শুভেচ্ছা জানানোর জন্য ছিল না। অবশ্যই এটা ছিল রাজনৈতিক জনসংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যমও। আর সে কারণেই এই বিজয়া সম্মিলনী থেকে প্রাপ্ত তথ্যকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল। 24-এর নির্বাচনের আগে এই বিজয়ের সম্মেলনগুলি থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করেই এগোবে দল।
আরও পড়ুন:
- ভবানীপুরে বিজয়া সম্মিলনী সোমে, উপস্থিত থাকবেন মমতা
- 'এত ধাপ্পাবাজ যে ঠাকুরকেও ধাপ্পা দেয়,' বিজয়া সম্মিলনী থেকে নিশীথকে কটাক্ষ উদয়নের
- দুর্গা প্রতিমা নিরঞ্জন দেখতে বাবুঘাটে রাজ্যপাল বোস