কলকাতা, 2 এপ্রিল : বড় সমাবেশ করতে দেওয়া হয়নি । কিন্তু নিজ়ামউদ্দিন এলাকায় সমাবেশে যোগ দেওয়া ধর্মপ্রচারকদের বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে চিন্তিত প্রশাসন । সূত্রের খবর, দিল্লি থেকে রাজ্যে আসার পর তাঁরা বিভিন্ন জেলায় একের পর এক ছোটো ছোটো স্থানীয় ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছেন । তবে এবিষয়ে আরও নিশ্চিত হতে চাইছে প্রশাসন । কাজ করছেন গোয়েন্দারা ৷ তেমন হলে তাদের সংস্পর্শে আসা সবাইকেই আইসোলেশনে পাঠানো হবে বলে জানানো হয়েছে ।
দিল্লির নিজ়ামউদ্দিনে ধর্মীয় সমাবেশে যোগ দেওয়ার পর রাজ্যে ফেরা প্রায় সকলকেই চিহ্নিত করে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে । তাঁদের স্বাস্থ্য পরীক্ষার কাজও শুরু হয়েছে । কিন্তু এরাজ্যে আসার পর তাঁদের ভ্রমণ ইতিহাস উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের । নবান্ন সূত্রে জানা গেছে, দিল্লি থেকে রাজ্যে আসার পর থেকে তাঁরা বিভিন্ন জেলায় একের পর এক স্থানীয় ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছেন । স্বাভাবিকভাবেই ওই সময় তাঁদের সংস্পর্শে এসেছেন অনেকেই । বিধাননগর পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত নিউটাউনের হজহাউজ়ে কোয়ারান্টাইনে রাখা হয়েছে 215 জনকে । তার মধ্যে নিজ়ামউদ্দিন থেকে আসা ধর্মপ্রচারক এবং সেখানে অংশগ্রহণকারীরা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন যাঁরা এই ক’দিনে ওই ধর্মপ্রচারকদের সংস্পর্শে এসেছেন ।