কলকাতা, 2 সেপ্টেম্বর:এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রারকে প্রাণনাশের হুমকি। ছাত্র মৃত্যুতে ধৃত 'সৌরভ চৌধুরীর তদন্তের কারণে কোনওররম যেন ক্ষতি না-হয়' এই বলে খুনের হুমকি দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই উচ্চ নেতৃত্বকে। নিরাপত্তা চেয়ে ইতিমধ্যেই তারা দারস্থ হয়েছেন যাদবপুর থানায়। লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রার। ইতিমধ্যেই 506 ধারায় মামলার রুজু করেছে পুলিশ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে প্রথমে পুলিশের হাতে গ্রেফতার হয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া সৌরভ চৌধুরী। বহিরাগত হওয়া সত্ত্বেও ঘটনার দিন রাতে সে উপস্থিত ছিল হস্টেলে। এমনকী সরাসরি তার উপরেই ওই ছাত্রকে ব়্যাগিং করার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, শুক্রবার রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং জয়েন্ট রেজিস্ট্রার সঞ্জয় গোপাল সরকারের কাছে পোস্ট অফিস মারফত একটি চিঠি আসে। যাতে লেখা রয়েছে, "পুলিশ মিথ্যে মামলায় সৌরভকে ফাঁসাচ্ছে। সৌরভ চৌধুরীর গায়ে একটা আঁচড় পড়লে তোমাদের জীবন শেষ করে দেব।" তাতে আরও লেখা রয়েছে "তোমার (সৌরভ) জন্য রিভলবারের একটাও দানা খরচ করতে অসুবিধা নেই ৷" এমনকী এর পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করা রয়েছে ওই দু'জনকে।