কলকাতা, 10 নভেম্বর: করোনাকালে গত দুই বছর আয়ের ক্ষেত্রে ধাক্কা খাওয়ার পর আবারও ঘুরে দাঁড়ালো কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Railway) । কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে চলতি বছরের বিজ্ঞাপনের মাধ্যমে আয় (Non Fare Revenue Earning) বেড়ে দাঁড়িয়েছে প্রায় 16 কোটিতে । ভারতের জোনাল রেলওয়েগুলির মধ্যে সমস্ত জোনের ফেয়ার রেভিনিউ-এর ভিত্তিতে পাঁচ নম্বরে রয়েছে কলকাতা মেট্রো রেল ।
গত দুই বছর অতিমারীর (Covid Pandemic) জেরে ব্যাপক ভাবে ধাক্কা খেয়েছিল মেট্রোর আয় । একটানা বহুদিন বন্ধ ছিল পরিষেবাও । তার পর যখন আবার পরিষেবা চালু হয়, তখন স্বাভাবিকভাবেই যাত্রী সংখ্যা ছিল অনেকটাই কম । এর ফলে মাথায় হাত পড়েছিল কর্তৃপক্ষের । তাই বিকল্প উপায়ে রোজগারের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে কলকাতা মেট্রো । কো-ব্র্যান্ডিং শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ । আয় বাড়াতে বিজ্ঞাপন ও কর্পোরেট সংস্থাগুলির সঙ্গে এই কো-ব্র্যান্ডিং শুরু করা হয় । এর ফলে বার্ষিক আয়ও বাড়ে অনেকটাই ।