কলকাতা, 17 মে : আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া জেলাগুলিতে স্বাস্থ্য ব্যবস্থার উপর বিশেষ নজরদারির কথা বলছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । কিন্তু, পশ্চিমবঙ্গের শাসক এবং বিরোধী দল তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছে । এই বিষয়ে এক একরকমের মন্তব্য করতে দেখা গেল তাদের । CPI(M) নেতা মহম্মদ সেলিম বলেন, "টিভি সিরিয়ালের মত প্রতিদিন দেশের অর্থমন্ত্রী নিজের ঢাক নিজে পেটাতে মানুষের মুখোমুখি হচ্ছেন ।" লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি বলেন, "স্বচ্ছতার সঙ্গে কর্মসংস্থানের কোনও কথা বললেন না দেশের অর্থমন্ত্রী ।" পশ্চিমবঙ্গের শাসক দলের সাংসদ সৌগত রায় জানালেন, "কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এদিনের বক্তব্যে মোটেই সন্তুষ্ট নই ।" তবে, অর্থমন্ত্রীর এই ঘোষণাকে মানবিক বললেন BJP সাংসদ দিলীপ ঘোষ । তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার বেকারের পাশে রয়েছে । মানবিক সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।"
দেশের জেলাগুলির স্বাস্থ্য ব্যবস্থার উপর সবথেকে বেশি নজর দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মলা সীতরমন । ব্লকস্তরে সরকারি হেলথ ল্যাবরেটরি চালু করার কথা ঘোষণা করেন তিনি । আত্মনির্ভর স্বাস্থ্যের দিকে এগোচ্ছে মোদি সরকার । অর্থমন্ত্রীর এই ঘোষণার পর ক্ষুব্ধ রাজ্যের বিরোধী দলগুলি । মহম্মদ সেলিম বলেন, "স্পষ্টভাবে কর্মসংস্থানের উল্লেখ নেই দেশের অর্থমন্ত্রীর বক্তব্যে । প্রধানমন্ত্রীর কুড়ি লাখ কোটি টাকার ব্যাখ্যা দিতে টিভি সিরিয়ালের মত প্রতিদিন অর্থমন্ত্রীকে মুখ দেখাতে হচ্ছে । চতুর্থ দিনেও হিসেব মিলল না । প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর বক্তব্যের মধ্যে হিসেব খুঁজতে গেলে হিমশিম খাবেন নির্মলা সীতারমন । কোথায় গেল প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি । বিদেশের ব্যাঙ্ক থেকে কালোটাকা ফিরিয়ে আনবেন বলেছিলেন, তার ব্যাখ্যা দিলেন না দেশের অর্থমন্ত্রী । দুই কোটি বেকারের চাকরি আদৌ হবে? পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরেছে এবার তাদের কর্মসংস্থানের দায়িত্ব কি সরকার নেবে? কথার কথা বলছে অর্থমন্ত্রী । কর্মসংস্থান হবে । না হওয়া পর্যন্ত বিশ্বাস নেই । দেশের টাকা লুট করে যারা পালিয়ে গেল তাদের সন্ধান সম্পর্কে কিছু বললেন না দেশের অর্থমন্ত্রী । পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে নীরব রইলেন তিনি । দিনের পর দিন ধরে জাগলারি করে যাচ্ছেন দেশের অর্থমন্ত্রী ।"