কলকাতা, 24 জুলাই : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-কে আক্রমণ করলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আইনজীবী । গতকাল রাজীব কুমার ও CBI-এর মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে । সেই মামলার শুনানিতে বিচারপতির কাছে রাজীবের আইনজীবী মিলন মুখার্জির অভিযোগ, সারদা চিটফান্ডের মতো কেলেঙ্কারিতে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছিল । CBI- সে ব্যাপারে সম্পূর্ণ তদন্তই করেনি । 122 জন তদন্তকারী পুলিশ অফিসারের মধ্যে CBI বেছে বেছে রাজীব কুমারের পিছনেই লেগেছে ।
এই সংক্রান্ত খবর : রাজীব কুমারের গ্রেপ্তারির উপর ‘রক্ষাকবচ’ বাড়ল আরও এক সপ্তাহ
শুনানিতে রাজীব কুমারের তরফে আইনজীবী মিলন মুখার্জি কোর্টে বলেন "SEBI-র থেকে কোনও অনুমতি না নিয়ে সারদা বাজার থেকে টাকা তুলেছিল । অর্থনীতি দপ্তর এই কথা জানিয়ে SEBI-কে চিঠি দিয়েছিল । কিন্ত SEBI তখন কিছুই করেনি । 2013 সালে 6 এপ্রিল যখন সারদা কম্পানি ভেঙে পড়ছে সেই সময় SEBI নড়েচড়ে বসে । 20 এপ্রিল 2013-তে সারদা কম্পানির ডিরেক্টর মনোজ কুমার নাগেলকে গ্রেপ্তার করা হয় । ওই বছরের 23 এপ্রিল সুদীপ্ত সেন ও দেবযানী গ্রেপ্তার হয় । আসলে CBI হচ্ছে লোকজনকে ভয় দেখানো একটা সংস্থা । লোকে ভাবে CBI বাপরে বাপ । সারদা গ্রুপের মিডল্যান্ডের অফিস থেকে একাধিকবার টাকা নিয়েছেন সজ্জন আগারওয়াল ও তাঁর ছেলে সন্দীপ আগারওয়াল । সজ্জন আগারওয়ালের নামে 2014 সালে চার্জশিট দিলেও তাকে গ্রেপ্তার করা হয়নি । সারদা গ্রুপ অসমেও সাধারণ মানুষের থেকে টাকা তোলার ব্যাবসা শুরু করেছিল । মাতঙ্গ সিং, মনোরঞ্জনা সিং, শান্তনু ঘোষরা সারদা কোম্পানির সঙ্গে চুক্তির নামে প্রচুর টাকা নিয়েছিল । সজ্জন আগারওয়াল, সন্দীপ আগারওয়াল, সদানন্দ গগৈ সারদার বেআইনি অর্থ সংগ্রহের ব্যাপারে জানত । কিন্ত ব্যাক্তিগত স্বার্থের কারণে তাঁরা কিছু বলেনি । সারদা চিটফান্ডকে কেন্দ্র করে যে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছিল CBI সে ব্যাপারে সম্পূর্ণ তদন্তই করেনি । 122 জন তদন্তকারী পুলিশ অফিসারের মধ্যে CBI বেছে বেছে আমার মক্কেলের পেছনে লেগেছে ।"
এই সংক্রান্ত আরও খবর : গত 5 বছরে সারদা মামলায় কিছুই করেনি CBI, দাবি রাজীবের আইনজীবীর
প্রসঙ্গত এই মামলার শুনানি শেষ না হওয়ায় মঙ্গলবার হাইকোর্ট রাজীব কুমারের সুরক্ষা কবচ 22 জুলাই থেকে বাড়িয়ে 29 জুলাই পর্যন্ত করেছে । গত 17 জুলাই থেকে শুরু হয়েছে রাজীব কুমার ও CBI-এর মামলার শুনানি । প্রথম দিন থেকেই রাজীব কুমারের আইনজীবী মিলন মুখার্জি সারদা মামলায় CBI-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ।"