কলকাতা, 30 অগস্ট : গতকালের মতই আজ দিনভর শহর ও শহরতলীর আবহাওয়া কম বেশি অপরিবর্তিত থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস । শহরের বিভিন্ন এলাকায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ৷
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই তিন জেলায় আজও ভারী বৃষ্টি হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর ৷ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সক্রিয় মৌসুমী অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আজ থেকে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি ৷ বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷