কলকাতা ২০ ফেব্রুয়ারি : শনিবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। শনিবার থেকে ২৬ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ২৪, ২৫ ও ২৬ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে কলকাতা ও শহরতলিতে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস - state
শনিবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে ২৭ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ২৪ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে। ২৭ তারিখ পরিমাণ বাড়বে। এর সঙ্গেই সিকিমেও বৃষ্টি হবে বলে পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে ২৭ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ২৪ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে। ২৭ তারিখ পরিমাণ বাড়বে। এর সঙ্গেই সিকিমেও বৃষ্টি হবে বলে পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা জানিয়েছেন, উপকূলীয় জেলাগুলোর সঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৯। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।