কলকাতা, 5 জুন: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বালাসোরের বাহানাগা বাজার ট্রেন স্টেশন। ভয়াবহ দুর্ঘটনার পর কেটে গিয়েছে 72 ঘণ্টা। প্রায় 51 ঘণ্টা পরে ছন্দে ফিরছে ওই সেকশনের ট্রেন চলাচল। রবিবার মধ্যরাতে অভিশপ্ত ওই ট্র্যাকে পণ্যবাহী ট্রেন চালানো হয় রেলমন্ত্রীর উপস্থিতিতে ৷ দুর্ঘটনার কবলে পড়া করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর এক্সপ্রেস মিলিয়ে এখনও পর্যন্ত যারা মারা যাওয়া 90 জনকে সনাক্ত করা গিয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ খড়্গপুর ডিভিশনের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, উদ্ধার কাজের পাশাপাশি ওই অংশের রেল পরিষেবাকে আবারও স্বাভাবিক করার কাজ সম্পন্ন হয়েছে । 286 যাত্রী স্বল্প আহত হয়েছেন এবং 101 জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন ৷ তিনটি ট্রেন দুর্ঘটনায় মৃতের সঙ্গে 276। তাতে বঙ্গে সনাক্ত হওয়া মৃতের সংখ্যা 90 ৷
যে যে ট্রেন আজ চলেছে তাহল-
1.হাওড়া-পুরী বন্দে ভারত
2.ভাইজ্যাগ-রাউরকেল্লা স্টিল প্লান্টের মালগাড়ি
3. হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস
রেলের বক্তব্য, দুর্ঘটনাস্থল দিয়ে ঘণ্টায় মাত্র 10 কিলোমিটারের বেশি গতিতে কোনও ট্রেন অতিক্রম করবে না। এমন পরিস্থিতিতে অন্যান্য স্টেশনে ট্রেন আটকে পড়ছে। ফলে ওই এলাকা দিয়ে পূর্ণ গতিতে ট্রেন না-চললে স্বাভাবিক হবে না পরিষেবা। রেলকর্মী থেকে শুরু করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে রেলকর্মীদের ঐকান্তিক চেষ্টায় গতকাল রাত 12টার পর থেকেই পরিষেবা স্বাভাবিক করা হয় প্রথম মালগাড়ির ট্রায়াল রান করিয়ে। তারপর থেকে আবারও স্বাভাবিক ছন্দে ওই অংশে মালবাহী গাড়ি-সহ প্যাসেঞ্জার ট্রেন চালানো হচ্ছে। তবে ওই অংশের কাজ যেহেতু সবেমাত্র শেষ হয়েছে তাই খুবই মন্থর গতিতে চালানো হচ্ছে ট্রেন। আপ ও ডাউন দু'টি লাইনেই চালানো হচ্ছে ট্রেন।
শুক্রবারের ট্রেন দুর্ঘটনার জেরে আজ যে ট্রেনগুলো বাতিল ছিল সেগুলির তালিকা-
1. 12892 পুরী-বাংরিপোসি সুপারফাস্ট এক্সপ্রেস