কলকাতা, 13 মে : "একটা লিমিটেড অংশেই ঝামেলা-ঝঞ্ঝাট হয়েছে । বাকি জায়গায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে । তবে যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা হয়নি। " ষষ্ঠ দফা নির্বাচন নিয়ে একথা বললেন BJP নেতা রাহুল সিনহা ।
নির্বাচন যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা হয়নি : রাহুল - কলকাতা
ষষ্ঠ দফাতে কিছু জায়গায় হিংসা হয়েছে । দাবি, রাহুলের । পাশাপাশি বাকি সব জায়গাতে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানান তিনি ।
আগের পাঁচটি দফা নির্বাচনের মতো ষষ্ঠ দফাতেও কয়েকটি জায়গায় রাজনৈতিক সংঘর্ষ হয় । এনিয়ে রাহুল সিনহা বলেন, "নির্বাচন যতটা ভালো হওয়ার কথা ছিল, ততটা হয়নি । কিছু জায়গায় হিংসা হয়েছে । তবে, বাকি জায়গায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে ।"
রাহুলবাবু আরও বলেন, "মানুষ হিংসার জায়গাটার কথা শুনে ভাবছেন নির্বাচন অশান্তির হয়েছে । আসলে তা নয় । লিমিটেড অংশেই ঝামেলা-ঝঞ্ঝাট হয়েছে । তাও আমরা কমিশনকে শেষ দফায় আরও কঠোর হাতে নির্বাচন করতে বলব। আর তার জন্য এই হিংসার কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার । কমিশন যদি না করে তাহলে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হবে না ।"