পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেশন দুর্নীতি রুখতে CBI তদন্ত দরকার, দাবি রাহুল সিনহার

রেশমো দুর্নীতি রুখতে CBI তদন্ত দরকার । আজ এই দাবি করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ।

রাহুল সিনহা
রাহুল সিনহা

By

Published : May 4, 2020, 10:48 PM IST

Updated : May 4, 2020, 10:54 PM IST

কলকাতা, 4 মে : রেশনে দুর্নীতির অভিযোগে CBI তদন্তের দাবি জানালেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা । তিনি বলেন, রাইস মিলগুলির খুব খারাপ অবস্থা । কেন্দ্রীয় সরকার যে ভালো চাল পাঠাচ্ছে, সেই চালগুলি পালটে বিলি করা হচ্ছে । সব মূর্খের দল বার বার বলছে, কেন্দ্রীয় সরকার খারাপ চাল দিয়েছে । কেন্দ্রীয় সরকার FCI-এর গুদামে যে চাল পাঠায় তা FCI-এর অফিসাররা পরীক্ষা করে গুদামে ঢোকায় । এরপর রাজ্য সরকারের প্রতিনিধি ওই চাল পরীক্ষা করে সার্টিফিকেট দেওয়ার পরই তা রেশনে বিলির জন্য গুদাম থেকে বের হয় ।

রাহুলবাবু বলেন, "FCI-এর গুদামে যদি চাল চুরি হয়ে থাকে, যদি অসাধু কাজ হয়ে থাকে তার জন্য FCI-এর গুদামে যারা নিযুক্ত তারা দায়ি নয় । খাদ্যমন্ত্রী ও তার পুরো দপ্তর এই রাজ্যে একটা অরাজকতা চালাচ্ছে । ভালো চালকে পালটাচ্ছে কারা । তৃণমূলের লোকেরা । এরা সবাই এটা বুঝতে পারছে । সেই কারণে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবার আবেদন করছি এই কেলেঙ্কারির জন্য খাদ্যমন্ত্রীকে অপসারণ করুন । না হলে রেশন ব্যবস্থার দুর্নীতি যাবে না । মানুষ খেয়ে পরে বাঁচবে না । এই রাজ্যে রেশন কেলেঙ্কারি কিছুতেই থামার নয় । চাল চুরি, চাল পরিবর্তন । রেশনে হাহাকার । চরম বিক্ষোভ লাগাতার চলছে । রাইস মিলগুলিতে চরমভাবে দুর্নীতি চলছে ।"

টিকিয়াপাড়ায় হাওড়া পুলিশের শান্তি মিছিল নিয়ে রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাহুলবাবু বলেন, "এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক । পুলিশ যদি লকডাউন না মানে তা হলে কী অবস্থা হবে রাজ্যের । আজ যদি বড় কোনও অঘটন ঘটে তার দায় কে নেবে । যেখনে দেশজুড়ে লকডাউন পালন হচ্ছে, সেখানে হাজার হাজার মানুষের শান্তি মিছিল হচ্ছে । অবিলম্বে হাওড়ার পুলিশ কমিশানারকে তাঁর পদ থেকে বহিষ্কার করা দরকার । পুলিশ যদি লকডাউন না মানে তা হলে সাধারণ মানুষ কীভাবে লকডাউন মানবে সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ।"

Last Updated : May 4, 2020, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details