কলকাতা, 3 অক্টোবর:আকাশে শরতের মেঘ না-থাকলেও মাঠে কাশ ফুলের দোলা জানান দিচ্ছে উমার আগমন বার্তা ৷ দেবীকে আমন্ত্রণ জানাতে শহরের থিম যুদ্ধের মণ্ডপ তৈরি ৷ থিম ভাবনায় এক বৈচিত্র্য তুলে ধরাই উদ্দেশ্য পুজো উদ্যোক্তাদের ৷ যেমন উল্টোডাঙা সংগ্রামী ক্লাবের পুজো ৷ এবারের পুজোর থিম 'মহালীলায় মহামায়া ।' মণ্ডপ জুড়ে তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণের মহালীলা ক্ষেত্র ৷
কথিত আছে, কার্তায়নী বা যোগমায়া দেবীশক্তির অন্যরূপ। ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের চালিকাশক্তি। মহামায়া আবার একদিকে ব্রহ্মার সরস্বতী, বিষ্ণুর লক্ষ্মী এবং শিবের পার্বতী। মহিষাসুর নিধনে শক্তি-স্বরূপা দুর্গার আহ্বান করেছিলেন দেবতারা। এখানে যোগমায়া মহিষাসুরমর্দিনী। অন্যদিকে, তিনিই কার্তায়নী হয়ে ভালোবাসার লীলাক্ষেত্র রচনা করছেন কৃষ্ণভূমিতে। এখানে দুর্গাকে মহিষাসুরমর্দিনী রূপে নয় ৷ তবে দেবী এখানে প্রেম ও শান্তির বার্তাবাহক। একইভাবে অসুরকেও দেখা যাবে অন্যরূপে ৷ এখানে অসুর চৈতন্যের মতো লীলারত ৷ অসুররে মধ্যেও ফুটিয়ে তোলা হয়েছে চৈতন্যের শান্ত- সৌম্যরূপ ৷ এ প্রসঙ্গে শিল্পী কালাচাঁদ পাঁজা বলেন, 'লীলাক্ষেত্র ফুটিয়ে তোলা হবে বিভিন্ন রঙের মূর্তির মাধ্যমে। মণ্ডপের দেওয়াল জুড়ে লীলার ছবি। তুলির টানে রঙিন মা দুর্গা থেকে তাঁর সন্তান-সন্ততিরা ।"