পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যসভার 2 প্রার্থীর মনোনয়ন ঘিরে চূড়ান্ত জটিলতা বিধানসভায় - dinesh bajaj

মৌসম নুর ও দীনেশ বাজাজের মনোনয়ন ঘিরে জটিলতা তৈরি হয়েছে বিধানসভায় । বিধানসভা সচিবালয় সূ্ত্রে খবর, দু'জনের মনোয়নপত্রেই না কি নাম ও তথ্যগত ভুল রয়েছ ।

ছবি
ছবি

By

Published : Mar 16, 2020, 3:36 PM IST

Updated : Mar 16, 2020, 4:08 PM IST

কলকাতা, 16 মার্চ : মৌসম বেনজির নুর এবং দীনেশ বাজাজ । বিধানসভা সচিবালয় সূ্ত্রে খবর, দুই প্রার্থীর মনোনয়নপত্রেই নাকি অসঙ্গতি রয়েছে । আর তার জেরেই আপাতত স্থগিত দুই প্রার্থীর মনোনয়ন ।

বিধানসভা সচিবালয় সূত্রে খবর, মৌসম বেনাজির নুর পর্যাপ্ত তথ্য না দিয়েই মনোনয়নপত্র জমা দিয়েছেন । তার নামের মধ্যে সংশয় রয়েছে বলেও জানিয়েছে বিধানসভার সচিবালয় । মৌসম বেনজির নুর নাকি মৌসম নুর কোন নামটি প্রার্থীর সঠিক নাম তা নিয়ে সংশয় তৈরি হয়েছে রাজ্যসভার মনোনয়নপত্রে । অভিযোগ, তাঁর ফৌজদারি মামলার তথ্য গোপন করা হয়েছে রাজ্যসভার মনোনয়নপত্রে । অন্যদিকে, নির্দল প্রার্থী দীনেশ বাজাজের ওকালতনামায় ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর না থাকায় চূড়ান্ত জটিলতা তৈরি হয়েছে ।

রাজ্যসভার দুই প্রার্থীর মনোনয়ন ঘিরে চূড়ান্ত জটিলতা

বিষয়টি নিয়ে আশার আলো দেখছেন বামপন্থী দল নেতা সুজন চক্রবর্তী । তিনি জানান, তথ্য গোপন করে অসদুপায়ে দুই প্রার্থী রাজ্যসভায় মনোনয়ন দাখিল করতে চলেছিলেন । বামফ্রন্টের আপত্তিতে এবং স্ক্রুটিনির মাধ্যমে ধরা পড়ে যায় । দেখা যায়, মনোনয়নপত্রে গলদ রয়েছে । সমগ্র বিষয়টি আপাতত বিধানসভা সচিবালয়ের নজরবন্দি অবস্থায় রয়েছে ।

Last Updated : Mar 16, 2020, 4:08 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details