পশ্চিমবঙ্গ

west bengal

মেয়েকে কোনও নোটিস পাঠানো হয়নি : ফিরহাদ

By

Published : Feb 22, 2021, 6:00 PM IST

মেয়ে প্রিয়দর্শিনীকে কোনও নোটিস পাঠায়নি ইডি। একটি সংস্থায় চাকরি করে, তাই তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্য়া। জানান ফিরহাদ।

priyadarshini-has-not-received-any-notice-from-cbi
ফিরহাদ

কলকাতা, ২২ ফেব্রুয়ারি : ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীর কাছে কোনও নোটিস পাঠায়নি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংবাদমাধ্য়মের কাছে বিষয়টি নিয়ে স্পষ্ট করলেন স্বয়ং ববি হাকিম। তিনি বলেন, "আমার মেয়ের কাছে কোনও নোটিস আসেনি। একটি সংবাদমাধ্য়ম ক্রসচেক না করেই খবর করে দিয়েছে।"

খবর পাওয়া যাচ্ছিল ববি হাকিমের মেয়েকে প্রিয়দর্শিনীর কাছে নোটিস পাঠিয়েছে ইডি। তাঁর বিরুদ্ধে নাকি অভিযোগ ছিল প্রিয়দর্শিনী এবং তার স্বামী ইয়াসিন হায়দারের নামে একাধিকবার একাধিক ব্যাঙ্কে টাকা লেনদেন হয়েছে, সেই টাকার অঙ্ক কয়েক কোটির বেশি ।

এবিষয়ে জানতে চাওয়া হয় ববি হাকিমের কাছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন কোনও নোটিস তাঁর মেয়েকে পাঠানো হয়নি। সে একটি সংস্থায় চাকরি করে, তাই তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্য়া। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, নির্বাচনের আগে একবার করে বিভিন্ন এজেন্সি লাগিয়ে দেওয়া হয়। এটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

ABOUT THE AUTHOR

...view details