কলকাতা, 7 সেপ্টেম্বর: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল কসবার বেসরকারি স্কুল সিলভার পয়েন্ট । সোমবার ওই স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দেয় দশম শ্রেণির এক ছাত্র । ওই ছাত্রের মৃত্যুর পর থেকেই স্কুলকে ঘিরে প্রবল উত্তেজনা ছড়ায় ।
বৃহস্পতিবার ওই স্কুলের গেটের বাইরে একটি নোটিশ দেখা যায় । যেখানে বলা হয়েছে, "পরিবারের মতো পুরো স্কুল এই ঘটনায় হতবাক, মর্মাহত এবং আহত । আমরা আপনাকে আশ্বস্ত করছি যে, সিলভার পয়েন্ট স্কুল তাদের সন্তানদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে । তবে যতদিন না পরবর্তীতে কোনও বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, ততদিন বন্ধ থাকবে এই স্কুল ।"
কসবার বেসরকারি স্কুলে ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে কাঠগড়ায় তোলা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে । ওই ছাত্রকে মানসিক চাপ দেওয়ার অভিযোগ তুলেছে তার পরিবার । ছাত্রের বাবার অভিযোগ, ওই পড়ুয়ার প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল । কিন্তু তা সে দিতে পারেনি । তার জন্য তাকে বকাবকি এবং কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন শিক্ষক । সেই মানসিক চাপেই ওই পড়ুয়া আত্মহত্যা করে বলে অভিযোগ ।