পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kasba School Closed: ছাত্রের রহস্যমৃত্যুর জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল কসবার বেসরকারি স্কুল - বন্ধ কসবার বেসরকারি স্কুল

Kasba School Closed after student death: ছাত্রের রহস্যমৃত্যুর জেরে এ বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কসবার বেসরকারি স্কুলটি ৷

Kasba School Closed
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল কসবার বেসরকারি স্কুল

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 1:49 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল কসবার বেসরকারি স্কুল সিলভার পয়েন্ট । সোমবার ওই স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দেয় দশম শ্রেণির এক ছাত্র । ওই ছাত্রের মৃত্যুর পর থেকেই স্কুলকে ঘিরে প্রবল উত্তেজনা ছড়ায় ।

বৃহস্পতিবার ওই স্কুলের গেটের বাইরে একটি নোটিশ দেখা যায় । যেখানে বলা হয়েছে, "পরিবারের মতো পুরো স্কুল এই ঘটনায় হতবাক, মর্মাহত এবং আহত । আমরা আপনাকে আশ্বস্ত করছি যে, সিলভার পয়েন্ট স্কুল তাদের সন্তানদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে । তবে যতদিন না পরবর্তীতে কোনও বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, ততদিন বন্ধ থাকবে এই স্কুল ।"

কসবার বেসরকারি স্কুলে ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে কাঠগড়ায় তোলা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে । ওই ছাত্রকে মানসিক চাপ দেওয়ার অভিযোগ তুলেছে তার পরিবার । ছাত্রের বাবার অভিযোগ, ওই পড়ুয়ার প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল । কিন্তু তা সে দিতে পারেনি । তার জন্য তাকে বকাবকি এবং কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন শিক্ষক । সেই মানসিক চাপেই ওই পড়ুয়া আত্মহত্যা করে বলে অভিযোগ ।

অন্যদিকে, ওই ঘটনার ঠিক পরের দিনই স্কুলে যায় শিশু সুরক্ষা কমিশন । সম্পূর্ণ স্কুল পরিদর্শন করে তারা । তবে স্কুল পরিদর্শন করার পরে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ওই পড়ুয়ার বাড়িতেও বেশ কিছু সমস্যা রয়েছে । সারাক্ষণ কড়া শাসনে তাকে রাখা হত । যার জন্য তার মধ্যে মানসিক চাপ তৈরি হয়েছিল ।

আরও পড়ুন:ছাত্রের ময়নাতদন্তের রিপোর্ট পেল লালবাজার, স্থানীয়দের বিক্ষোভে উত্তাল রাতের কসবা

যদিও ওই ছাত্রের পরিবারের দাবি, ওই স্কুলের প্রধান শিক্ষিকা সুচরিতা রায়চৌধুরী করোনাকালে তার বাবাকে হুঁশিয়ারি দিয়েছিলেন । করোনার সময় বেতন কমানোর জন্য বিভিন্ন স্কুলে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকরা । সিলভার পয়েন্ট স্কুলের অভিভাবকরাও বিক্ষোভে শামিল হয়েছিলেন, যাঁদেরর মধ্যে ছিলেন ওই ছাত্রের বাবাও । সেই সময় থেকেই স্কুল তাঁকে চিহ্নিত করে রাখে বলে অভিযোগ । তবে এ বার ওই স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন স্কুলের অন্যান্য পড়ুয়া ও তাদের অভিভাবকেরা ।

ABOUT THE AUTHOR

...view details