কলকাতা, 10 সেপ্টেম্বর: আজ থেকে কলকাতা বিমানবন্দরের নন-কোর এরিয়ার নিরাপত্তার (Kolkata Airport Security) দায়িত্বে থাকবেন বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা ৷ এটি দেশের প্রথম বিমানবন্দর যেখানে বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে ৷ বর্তমানে 74 জনকে বিমানবন্দরের নন-কোর এরিয়ার নিরাপত্তায় নিয়োগ করা হয়েছে ৷ আজ থেকে তাঁদের গ্রাউন্ড ট্রেনিং শুরু হয়েছে ৷
বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নন-কোর এরিয়ার (Non-Core Area of Kolkata Airport) নিরাপত্তার দায়িত্ব বেসরকারি সংস্থাকে দেওয়ার সিদ্ধান্ত এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ৷ ওই এরিয়া থেকে সিআইএসএফ-কে সরিয়ে নিরাপত্তার দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে দেওয়া হয়েছে ৷ নিয়োগ হওয়া 74 জন কর্মীকে 5-9 সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ আগামী 2 সপ্তাহ তাঁদের গ্রাউন্ড ট্রেনিং চলবে ৷ এই প্রশিক্ষণের দায়িত্বে রয়েছে সিআইএসএফ ৷