পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেসরকারি বাস ও ডিপোগুলিকে স্যানিটাইজ় করার দাবি সংগঠনগুলির - private bus

বেসরকারি বাস ও ডিপোগুলিকে দুইবার করে স্যানিটাইজ় করার আর্জি জানালো বাস সংগঠনগুলি ।

ছবি
ছবি

By

Published : Apr 8, 2020, 11:51 AM IST

কলকাতা, 8 এপ্রিল : কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে বেসরকারি বাসগুলিকে নিয়মিত পরিষ্কার করা হচ্ছে । কিন্তু পরিকাঠামোর অভাবে নিয়ম মেনে বাস ডিপোগুলিকে স্যানিটাইজ় করা সম্ভব হচ্ছে না বলে দাবি বাস মালিকদের । তাই এবিষয়ে পরিবহন দপ্তরের সাহায্য চাইল বেসরকারি বাস সংগঠনগুলি ।

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেনে, "এখন বেশি সংখ্যক বাসই বন্ধ রয়েছে । অত্যাবশ্যক কাজের জন্য শুধু কিছু সংখ্যক বাস চলছে। তবে কোরোনা মোকাবিলায় প্রত্যেকদিন বাসগুলিকে ভালো করে পরিষ্কার করা হচ্ছে । কিন্তু কোরোনার মতো মহামারীর সংক্রমণ রুখতে শুধুমাত্র সাবান ও জল দিয়ে পরিষ্কার যথেষ্ট নয় । তাই আমরা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আর্জি জানাচ্ছি যাতে তিনি প্রতিটি বেসরকারি বাস ও ডিপোগুলিকে স্যানিটাইজ় করার পদক্ষেপ করেন ।"

শহরের বেশিরভাগ মানুষ গণপরিবহনের উপর নির্ভরশীল । প্রতিদিন বহু মানুষ বাসে যাতায়াত করেন । দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা । তপনবাবু বলেন, " লকডাউন তুলে নেওয়া হলেও যে দেশ সম্পূর্ণভাবে কোরোনামুক্ত হবে তেমনটা নয় বলেই জানাচ্ছেন চিকিৎসকরা । তাই পরিষেবা চালু হওয়ার আগেই সানিটাইজ় করানো প্রয়োজন বেসরকারি বাসগুলিতে ।"

অন্যদিকে, ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি প্রদীপ নারায়ণ বোস বলেন , " আমি এই বিষয়ে পরিবহন সচিব নারায়ণ স্বরূপ নিগমকে জানিয়েছি । আমাদের আর্জি, লকডাউন উঠে যাওয়ার আগের দিন দু'বার অর্থাৎ সকালবেলায় ও রাতেরবেলায় বাসগুলিকে যেন স্যানিটাইজ় করার ব্যবস্থা করানো হয় । পাশাপাশি পরিষেবা শুরু হয়ে গেলে যাতে সকালে বাস বেরোনোর আগে একবার এবং সারাদিন পরে বাস ডিপোতে এলে আর একবার স্যানিটাইজ় করানো হয় সেই বিষয় আবেদন জানিয়েছি ।"

ABOUT THE AUTHOR

...view details