কলকাতা, 2 জানুয়ারি : 10 জানুয়ারি রাতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দু’দিনের সফরে কলকাতায় আসছেন তিনি । PMO সূত্রে এই খবর জানা গেছে ।
10 জানুয়ারি সন্ধ্যায় তিনি কলকাতায় আসবেন । রাতে থাকবেন রাজভবনে ৷ সূত্রের খবর, 11 জানুয়ারি কলকাতা পোর্ট ট্রাস্টের 150তম বর্ষ উদযাপন । সেই অনুষ্ঠানেই যোগ দিতে আসছেন তিনি ।
গতবছর অক্টোবর থেকেই কলকাতা পোর্ট ট্রাস্টের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে কলকাতায় আনার চেষ্টা করছিলেন । কিন্তু, প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে কিছুতেই সময় দেওয়া সম্ভব হচ্ছিল না । সম্প্রতি, সেখান থেকে বন্দর কর্তৃপক্ষকে সবুজ সংকেত দেওয়া হয় ৷ তাই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৫০তম বর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে পোর্ট ট্রাস্টে ।
রাজ্য BJP সূত্রে জানা গেছে, ওই দিন প্রধানমন্ত্রীর থেকে সময় চেয়েছেন তাঁরা ৷ যদি নরেন্দ্র মোদি সময় দেন, তাহলে তাঁকে নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 পাশ হওয়ার জন্য একটি নাগরিক সংবর্ধনা দেওয়া হবে বলে খবর ।