পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেশে যোগ্য সরকার থাকায় নিঃসংশয়ে রায় শীর্ষ আদালতের, মন্তব্য দিলীপের - dilip ghosh press meet

"আমাদের দলের সর্বভারতীয় নের্তৃত্ব সবাই এই রায়কে স্বাগত জানিয়েছেন ৷ পশ্চিমবঙ্গে BJP-র তরফেও এই রায়কে স্বাগত জানানো হয়েছে ৷ সেই সঙ্গে মন্দির নির্মাণের জন্য যে হাজার হাজার মানুষ বলিদান দিয়েছেন তাঁদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি ৷ আমরা আশা করব রাম মন্দির নির্মাণ নিয়ে মানুষের যে স্বপ্ন ছিল সেই আশা পূরণ হবে ৷" সাংবাদিক বৈঠকে বললেন দিলীপ ঘোষ ৷

দিলীপ ঘোষ

By

Published : Nov 10, 2019, 5:33 AM IST

Updated : Nov 10, 2019, 6:18 AM IST

কলকতা, 10 নভেম্বর: অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন দিলীপ ঘোষ । সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "সুপ্রিম কোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। শত শত রাম ভক্ত রাম মন্দির নির্মাণের জন্য লড়াই করেছেন । স্বাধীনতার পরও সেই লড়াই চলেছিল । এটি একটি ঐতিহাসিক বিষয় ৷ সুপ্রিম কোর্টের এই রায়কে আমি সম্মান জানাচ্ছি । দেশের জনসাধারণ এই রায়কে স্বাগত জানিয়েছেন ৷ এটি একটি ঐতিহাসিক মুহূর্ত । এই রায় শুনে আমরা খুশী ৷"

তিনি আরও বলেন, "আমাদের দলের সর্বভারতীয় নের্তৃত্ব সবাই এই রায়কে স্বাগত জানিয়েছেন ৷ পশ্চিমবঙ্গে BJP-র তরফেও এই রায়কে স্বাগত জানানো হয়েছে ৷ আমরা আশা করব রাম মন্দির নির্মাণ নিয়ে মানুষের যে স্বপ্ন ছিল সেই আশা পূরণ হবে ৷ BJP নৈতিক দিক দিয়ে এই রাম মন্দির আন্দোলনকে সমর্থন করেছে এবং আমাদের বহু কর্মীও এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন ৷ সেই কারণে আমাদের কাছে এটি গৌরবের মুহূর্ত ৷ ভারতের সংস্কৃতির পরম্পরার প্রতীক রাম ৷ তাঁর মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে আবার গৌরব যাত্রা শুরু হবে ৷"

এই রায়ের ফলে ভ্রাতৃত্বের পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ । বলেন, " এই রায়ের ফলে একটা সুন্দর ভ্রাতৃত্বের পরিবেশ তৈরি হয়েছে ৷ একতার পরিবেশ তৈরি হয়েছে ৷ এটা BJP-র কাছে আরও গৌরবের কারণ এখন কেন্দ্রে BJP সরকার রয়েছে ৷ এই রায় আরও আগে আসতে পারত । কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা শাসন ব্যবস্থার উপর আস্থা রাখতে পারেনি । রায়ের পর দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা কী হবে সেই নিয়ে সংশয় ছিল । কিন্তু এখন যোগ্য সরকার রয়েছে । আইন-শৃঙ্খলাকেও সুষ্ঠুভাবে পর্যালোচনা করতে পারবে এই সরকার । কোনও উত্তেজনা তৈরি হলে তাকে সামলাতে পারবে । সেজন্য সুপ্রিমকোর্ট এই রায় দিয়েছে । সব পক্ষকে বিচারপতিরা সন্তুষ্ট করার চেষ্টা করেছেন ৷ বেশ কয়েকদিন ধরে এই ইশুতে সারা দেশজুড়ে একটা গুঞ্জন চলছিল । এটা কাশ্মীর ইশুর থেকেও বড় সমস্যা ছিল । আগামীদিনে মন্দির নির্মাণ হবে ৷ মুসলিম সমাজ চাইলে তাঁদের মসজিদ বানাতে পারবেন ৷ সরকার তার জন্য জায়গা দেবে ৷ আমার মনে হয় একটা পুরোনো বিবাদের ঠিকঠাক সমাধান হল ৷"

শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

সুপ্রিম কোর্টের এই রায় কি আখেরে BJP-র পক্ষে লাভ হল? এর উত্তরে তিনি বলেন, "BJP লাভ-ক্ষতির অঙ্ক বিচার করে কোনও কাজ করে না । তবে BJP দীর্ঘদিন ধরে এই ইশুতে আন্দোলন করে গেছে । প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এর একটা প্রভাব পড়বে ।"

Last Updated : Nov 10, 2019, 6:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details