পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পদত্যাগের পর চোখের জলে ঘর ছাড়লেন সব্যসাচী ঘনিষ্ঠ মেয়র পারিষদ - Prasenjit Sardar

পদত্যাগ করলেন বিধাননগরের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মেয়র পারিষদ প্রসেনজিৎ সর্দার । পৌরনিগমের চেয়ারপার্সন ও পৌরকমিশনার কাছে পদত্যাগপত্র পাঠান তিনি ।

প্রসেনজিৎ সর্দার

By

Published : Jul 23, 2019, 9:41 AM IST

Updated : Jul 23, 2019, 2:10 PM IST


বিধাননগর, 23 জুলাই : প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তর পথে হাঁটলেন তাঁর অনুগামী মেয়র পারিষদ । গতকাল বিকেলে পদত্যাগ করেন বিধাননগরের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মেয়র পারিষদ প্রসেনজিৎ সর্দার । পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ থাকলেও সব্যসাচী দত্তর পদত্যাগের জন্যই তাঁর এই সিদ্ধান্ত বলে জানান প্রসেনজিৎ।

পদত্যাগ করার পর আবেগপ্রবণ হয়ে পড়েন প্রসেনজিৎ । শেষবারের মতো মেয়র পারিষদের ঘর ছাড়ার সময় কেঁদে ফেলেন তিনি । পৌরনিগমের চেয়ারপার্সন ও পৌরকমিশনারের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি । সব্যসাচী দত্ত পদত্যাগ করায় বর্তমানে মেয়রহীন বিধাননগর পৌরনিগম । নতুন মেয়র এলে ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ পদের পুনর্বিন্যাস হবে । সেখানে অনেকেই বাদ পড়তে পারেন বলে আশঙ্কা রয়েছে । রাজনৈতিক মহল বলছে, তাই আগেভাগেই সরে গেলেন এই মেয়র পারিষদ । যাওয়ার আগে প্রসেনজিৎ বলেন, "সব্যসাচী দাদার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক । দাদা পদত্যাগ করায় আমি কষ্ট পেয়েছি । এছাড়া আমার কিছু ব্যক্তিগত কারণ রয়েছে । তবে রাজনৈতিক লড়াই চলবে । কাউন্সিলর আছি তৃণমূলেই আছি ।" সব্যসাচী অন্য দলে গেলে কী করবেন ? প্রশ্নের জবাবে তিনি বলেন, "আগে যাক তারপর ভাবব।"

ভিডিয়োয় শুনুন প্রসেনজিৎ সর্দারের বক্তব্য

প্রসেনজিতের পদত্যাগ নিয়ে ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় বলেন, "একসাথে কাজ করেছি । যেকোনও পদত্যাগ দুঃখজনক । যদিও,
দলের সিদ্ধান্ত তিনি বহন করছিলেন না । তৃণমূল ভবনের মিটিংয়ে ছিলেন না । আমাদের অনাস্থা প্রস্তাবে দলের নির্দেশ অমান্য করেছেন । এই পদত্যাগ আমার কাছে আকাঙ্ক্ষিত । এটা নতুন কিছু ব্যাপার নয় । তবে আমার সহমর্মিতা রইল ৷"

Last Updated : Jul 23, 2019, 2:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details