কলকাতা, 24 মে : আমফানের জেরে তছনছ কলকাতা । বেশিরভাগ জায়গায় চারদিন ধরে বিদ্যুৎ নেই । CESC-র বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে বিভিন্ন এলাকায় । এই পরিস্থিতিতে আজ রাজ্য়ের স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইট করে জানানো হয়, CESC সরকারকে জানিয়েছে, তারা পাটুলি, মুকুন্দপুর, যাদবপুর, NSC বোস রোড, বেহালা চৌরাস্তাসহ কলকাতার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ পরিষেবা চালু করে দিয়েছে ।
চারদিন হয়ে গেলেও বিদ্যুৎ পরিষেবা ঠিক না হওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন কলকাতার একাংশ মানুষ । প্রশ্ন তুলতে থাকেন, যে রাজ্যে বিদ্যুতের দাম এত বেশি সেখানে পরিষেবার অবস্থা এমন কেন ? গতকাল আমফান নিয়ে সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গ উঠলে মুখ্যমন্ত্রী বলেন, "CESC-কে কি মারধর করব ? ওটা আলাদা সংস্থা । আমাদের এতে হাতে নেই । বাম জমানায় ওরা কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও হুগলির একাংশে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব পায় । আর আমার কিছু করার নেই । কারণ ওরাই জানে কোন তার কোথায় রয়েছে । ফলে, অন্য কাউকে দিয়ে মেরামতও সম্ভব নয় ।"
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর আজ আবার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়, CESC সরকারকে রিপোর্ট দিয়ে জানিয়েছে, তারা পাটুলি, মুকুন্দপুর, যাদবপুর, NSC বোস রোড, রিজেন্ট এস্টেট, সেলিমপুর, সার্ভে পার্ক, রাসবিহারী কানেক্টর, বেহালা চৌরাস্তা, জেমস লং সরণি, শীলপাড়া, লেকটাউন, নাগের বাজার, বি বি চ্যাটার্জি রোডের মেজর এলাকায় বিদ্যুৎ পরিষেবা চালু করেছে ।
স্বরাষ্ট্র দপ্তরের তরফে করা দ্বিতীয় টুইটে জানানো হয়েছে, পানীয় জল এবং নিকাশি ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার কাজ সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ।