কলকাতা, 21 অক্টোবর: সপ্তমীর রাত ৷ বিভিন্ন মণ্ডপে দুর্গা প্রতীমা দর্শনের জন্য শহরে তখন কার্যত জনজোয়ার ৷ দূর-দূরান্ত, অন্যান্য জেলা থেকেও ট্রেনে শিয়ালদা হয়ে কলকাতায় আসছেন দর্শনার্থীরা ৷ এমন সময়েই বিপত্তি ৷ হঠাৎ করেই অন্ধকারে ছেয়ে গেল শিয়ালদহ স্টেশন চত্বর ৷ প্রায় 20-25 মিনেটের জন্য এদিন বিদ্যুৎ চলে যায় শিয়ালদা স্টেশনে ৷ তবে ভিড়ে ঠাসা স্টেশনে এর জন্য বড় কোনও বিপত্তি ঘটেনি, ট্রেন চলাচলেও বড় কোনও প্রভাব পড়েনি বলেই জানা গিয়েছে ৷
Sealdah Station: সপ্তমীর রাতে বিদ্যুৎ বিভ্রাট, প্রায় 20 মিনিট অন্ধকার শিয়ালদা স্টেশন
শনিবার রাত 9টা 15 মিনিট নাগাদ শিয়ালদা স্টেশনে আলো চলে যায় ৷ প্রায় 20-25 মিনিট সেখানে আলো ছিল না ৷
Published : Oct 21, 2023, 11:03 PM IST
গৌতম রায় নামে এক প্রত্যক্ষদর্শী যিনি এদিন রাতে শিয়ালদা স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তিনি জানান, হঠাৎ করেই রাত 9টা 15 মিনিট নাগাদ পুরো স্টেশন চত্বরে আলো চলে যায়, অন্ধকার হয়ে যায় সর্বত্র ৷ জানা যায়, কারেন্ট চলে গিয়েছে ৷ তারপর প্রায় 20 থেকে 25 মিনিট অন্ধকারেই অপেক্ষা করতে হয় সকলকে ৷ পরে ফের বিদ্যুৎ সংযোগ বহাল হয় । আবারও পরে 5 মিনিটের জন্য কারেন্ট যায় ৷ জানা গিয়েছে, স্টেশনের কোনও পাওয়ার সাপ্লাই এর গণ্ডগোল নয়, বরং সিইএসসি-এর সাপ্লাই লাইনে কিছু বিভ্রাট হওয়ায় এই বিপত্তি ঘটে।
আরও পড়ুন: মহাসপ্তমীর রাতে বড় পুজো মণ্ডপগুলির সামনে থাকছে বাড়তি পুলিশ