- দুপুর 1টা পর্যন্ত সবচেয়ে বেশি 46.6 শতাংশ ভোট পড়ল আসানসোল পৌরনিগমে ৷ এরপর বিধাননগর পৌরনিগম ৷ সেখানে ভোটের হার 45.5 শতাংশ ৷ শিলিগুড়িতে 1টা পর্যন্ত ভোটের হার 45.01 শতাংশ ৷ চন্দননগরে ভোটের হার 41.74 শতাংশ ৷
WB municipal corporation elections LIVE : দুপুর পর্যন্ত ভোটের হারে এগিয়ে আসানসোল
13:47 February 12
বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল- এই চার পৌরনিগমে আজ নির্বাচন ৷ নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে বিধাননগর পৌরনিগম এলাকা ৷ বাকি তিনটি পৌরনিগমেও নিরাপত্তার কড়াকড়ি ৷ তবে কেন্দ্রীয় বাহিনী থাকছে না ৷ কোভিড বিধি মেনে সুস্থ ও অবাধ ভোট করানোর দায়িত্ব থাকছে রাজ্য পুলিশের কাঁধে ৷ আগামি 14 ফেব্রুয়ারি, সোমবার ভোটের ফলাফল ৷ চার পৌরনিগমের ভোট সংক্রান্ত খবরের জন্য চোখ রাখুন ইটিভি ভারতের লাইভ পেজে ৷
13:25 February 12
- শিলিগুড়ির 6 নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রপ্রসাদ হিন্দি হাইস্কুলে 6/2 নম্বর বুথে উত্তেজনা । তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টের মায়ের ভোট দেওয়াকে ঘিরে সূত্রপাত ।
13:22 February 12
- পৌরভোটে সন্ত্রাসের অভিযোগে দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ সিপিআই(এম) কর্মীদের । রাস্তায় শুয়ে পড়েন । পুলিশের সঙ্গে বচসা । প্রায় আধঘন্টা জাতীয় সড়কের সমস্ত লেন অবরুদ্ধ হওয়ার কারণে যানজট জাতীয় সড়কে । প্রায় 45 মিনিট ধরে অবরুদ্ধ জাতীয় সড়ক ৷
12:58 February 12
- ভোট দিতে গিয়ে প্রয়াত স্ত্রীর কথা মনে পড়ায় চোখের জলে ভাসলেন অশোক ভট্টাচার্য । প্রতিবার স্ত্রীর সঙ্গে ভোট দিতে আসেন ৷ এবারই একা ৷ বলতে গিয়ে কেঁদে ফেললেন এই বর্ষীয়ান সিপিএম নেতা ৷
12:56 February 12
- আসানসোলে বিজেপি প্রার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পেয়ে রিপোর্ট তলব করল কমিশন ৷
12:55 February 12
- মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল আসানসোলের 15 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী আদর্শ শর্মার ৷ অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ৷
11:30 February 12
- সকাল 11টা পর্যন্ত চার পৌরনিগমে ভোটের হার 29.25 শতাংশ ৷ আসানসোলে ভোটের হার সবথেকে বেশি 30.42 শতাংশ ৷ এরপর রয়েছে বিধাননগর (29.81%) ৷ এরপর রয়েছে শিলিগুড়ি ৷ সেখানে ভোটের হার এখনও পর্যন্ত 28.07 শতাংশ ৷ চন্দননগরে ভোটের হার 25.69 শতাংশ ৷
11:22 February 12
- বেলেঘাটা কানেক্টর ও নিউটাউন দিয়ে বহিরাগতরা প্রবেশ করছে বলে জানা গিয়েছে । এরপরেই রাজ্য নির্বাচন কমিশন বিধাননগর এর সিপি সুপ্রতিম সরকার ও জ্ঞানবন্ত সিংকে পুরো বিষয়টি দেখে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে ।
10:31 February 12
- বিধাননগরে 31 নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার অভিযোগে রিপোর্ট তলব করল কমিশন ৷
10:30 February 12
- 37 নম্বর ওয়ার্ডের আরবিআই কমিউনিটি হলে ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপির প্রার্থী প্রমীতা সাহা ঘোষের ৷
10:28 February 12
- বাগুইআটি ভিআইপি রোডে মেকানিক্যাল কমপ্লেক্সে অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে ৷ পিডব্লিউডি থেকে শাস্ত্রী বাগান পর্যন্ত প্রচুর লোকজন জমা হয়েছে ৷ অভিযোগ, বিধাননগরের 10 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অমর দত্তের ৷
09:33 February 12
- সকাল সাড়ে 9টা পর্যন্ত বিধাননগরে ভোট পড়ল 13.64 ৷ শিলিগুড়িতে পড়েছে 12.71 শতাংশ ৷ আসানসোলে ভোটের শতাংশ 13.56 ৷ সবথেকে ঢিমেতালে ভোট হচ্ছে চন্দননগর পৌরনিগমে ৷ সকাল সাড়ে 9টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে 11.81 শতাংশ ৷
09:20 February 12
- শিলিগুড়িতে 28 নম্বর ওয়ার্ডের জগদীশচন্দ্র বিদ্যাপীঠে ছড়াল উত্তেজনা । ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে বিধায়ক শঙ্কর ঘোষের বিরুদ্ধে ৷
09:19 February 12
- রানিগঞ্জের 88 নম্বর ওয়ার্ডের 6 নম্বর বুথে এখনও শুরু হয়নি ভোট ৷ ইভিএম বিকলের কারণে 2 ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে ভোটাররা ৷
09:14 February 12
- বিধাননগরে 17 নং ওয়ার্ডের সব বুথ তৃণমূল আশ্রিত গুণ্ডারা দখল করে নিয়েছে । বুথ থেকে এজেন্টদের বের করে দিয়েছে । ব্যাপক হারে পড়ছে ভুয়ো ভোট । এমনই সব অভিযোগ তুলেছে গেরুয়া শিবির ৷ তাঁদের অভিযোগ, পুলিশকে জানিয়েও কোনও ফল হয়নি । সব বুথে পুলিশ টিএমসির গুণ্ডাদের সাহায্য করছে !
09:03 February 12
- নির্বাচন কমিশনের কাছে ভুয়ো ভোটারের অভিযোগ করেছেন বিধাননগরের 31 নম্বর ওয়ার্ডের প্রার্থী দেবাষীশ জানা ৷ তবে কমিশনের তরফে তাঁকে কোনও আশ্বাস দেওয়া হয়নি বলেই ইটিভি ভারতকে জানিয়েছেন প্রার্থী ৷
08:59 February 12
- শিলিগুড়িতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ৷ অভিযোগ 28 নম্বর ওয়ার্ডের প্রার্থী বিভিন্ন বুথে গিয়ে মাস্ক বিলি করে ভোটারদের ঘাসফুলে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন ৷
08:46 February 12
- মন্দিরে পুজো দিয়ে তারপর ভোট দিলেন শিলিগুড়ির 33 নম্বর ওয়ার্ডের প্রার্থী গৌতম দেব । তিনি 33 নম্বর ওয়ার্ডের প্রার্থী হলেও 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা । শনিবার সাতসকালে আনন্দময়ী কালীবাড়িতে মায়ের পুজো দিয়ে, মহাদেবের মাথায় জল ঢেলে শিলিগুড়ি গার্লস হাইস্কুলে ভোট দিতে যান ।
08:19 February 12
বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল- এই চার পৌরনিগমে আজ নির্বাচন ৷ নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে বিধাননগর পৌরনিগম এলাকা ৷ বাকি তিনটি পৌরনিগমেও নিরাপত্তার কড়াকড়ি ৷ তবে কেন্দ্রীয় বাহিনী থাকছে না ৷ কোভিড বিধি মেনে সুস্থ ও অবাধ ভোট করানোর দায়িত্ব থাকছে রাজ্য পুলিশের কাঁধে ৷ আগামি 14 ফেব্রুয়ারি, সোমবার ভোটের ফলাফল ৷ চার পৌরনিগমের ভোট সংক্রান্ত খবরের জন্য চোখ রাখুন ইটিভি ভারতের লাইভ পেজে ৷
- শিলিগুড়ির ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে কোভিড বিধি মেনে চলছে নির্বাচন ৷ ভোটারদের গ্লাভস ও হাতে স্যানিটাইজার দিয়ে, তাপমাত্রা মেপে বুথে প্রবেশ করানো হয় । কোভিড বিধির পাশাপাশি বুথগুলিতে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা । সকাল সকাল নিজের ওয়ার্ডে ভোটগ্রহণ প্রক্রিয়া দেখতে যান 6 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য ।
08:04 February 12
- বিধাননগরের 20 নম্বর ওয়ার্ডে শুক্রবার রাত থেকে বহিরাগতদের জমায়েতের অভিযোগ ।
08:01 February 12
- শীতে জুবুথুবু কোলিয়ারি শহর আসানসোল ৷ বেশিরভাগ মানুষই এখন লেপের তলায় ৷ ফলে সকালের দিকে আসানসোলের বুথগুলি মোটের উপর ফাঁকা ৷
08:00 February 12
- চন্দননগরে করোনাবিধি মেনে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ বেশ কিছু জায়গায় ইভিএমে বিক্ষিপ্ত সমস্যা ছাড়া শান্তিপূর্ণ ভোট চলছে ৷ নির্দিষ্ট দূরত্ববিধি মেনে, মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরে ভোট দিচ্ছেন ৷
07:52 February 12
- বিধাননগরের 19 নম্বর ওয়ার্ডে ইভিএম পাল্টানোর অভিযোগ বিজেপি প্রার্থী সুনিতা ঘোষের ৷
07:50 February 12
- বিধাননগরের 31 নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার ! ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস জানার অভিযোগ, সিএফ ব্লক কমিউনিটি বিল্ডিংয়ের ভোটের লাইনে একজন ভুয়ো ভোটার ছিলেন ৷ তাঁর অভিযোগ, প্রচুর ভুয়ো ভোটার নিয়ে আসা হয়েছে ৷
07:46 February 12
- শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে মোট ভোটার 4 লক্ষ 28 হাজার ৷ মোট ভোটগ্রহণ কেন্দ্রের 17 শতাংশ কেন্দ্র স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে রাজ্য নির্বাচন কমিশন ৷ স্পর্শকাতর এলাকা হিসেবে সমরনগর, চম্পাসারি, বাঘাযতীন কলোনি, প্রধাননগর, রাজেন্দ্রনগর, ডাঙ্গিপাড়া, খালপাড়া, জ্যোতিনগর, টুমলপাড়া, সন্তোষিনগর, নুতনপাড়া, মিলনপল্লি, দেশবন্ধুপাড়া, বাবুপাড়া, টিকিয়াপাড়া, লিচুবাগান, কলেজপাড়া, রবীন্দ্রনগর, রথখোলা ও পাঞ্জাবিপাড়ার একাংশ চিহ্নিত করা হয়েছে ৷
07:40 February 12
- আসানসোল পৌরনিগমে 106টি ওয়ার্ড রয়েছে ৷ যেখানে মোট প্রার্থীর সংখ্যা 431 জন ৷ এর মধ্যে তৃণমূল 106, বামফ্রন্ট 105, বিজেপি 102, কংগ্রেস 52, অন্যান্য 4, নির্দল 62টি ওয়ার্ডে লড়ছে ৷ মোট ভোটার 9 লক্ষ 42 হাজার 88 জন । পুরুষ ভোটার 4 লক্ষ 84 হাজার 344 জন । মহিলা ভোটার 4 লক্ষ 57 হাজার 703 জন ৷ তৃতীয় লিঙ্গের ভোটার 41 জন।
07:29 February 12
- ভোটের আগের দিন সন্ধ্যায় উত্তেজনা ছড়াল আসানসোলের কল্যাণপুরে । ঘাগরবুড়ি মন্দিরের পাশে আসানসোল পৌরনিগমের নির্মিত একটি ম্যারেজ হলে বহিরাগত যুবকদের আশ্রয় দিয়েছে তৃণমূল ৷ এমনই অভিযোগ তোলে বিজেপি । ভোট লুট করতে বহিরাগতদের নিয়ে আসা হয়েছে বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ । ঘটনাস্থলে যান আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা । অভিযোগ পেয়ে আড়াই ঘণ্টা পর 10 থেকে 12 জনকে আটক করে পুলিশ ৷
07:14 February 12
- ঘড়ির কাঁটা সাতটার ঘর ছুঁতেই চার পৌরনিগমে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ সকাল থেকে বুথের বাইরে ভোট দেওয়ার লাইন পড়েছে ৷ কাজে বেরনোর তাড়া রয়েছে অনেকের ৷ ফলে সকাল সকাল ভোটপর্ব মিটিয়ে নিতে চাইছেন অনেক মানুষ ৷
07:09 February 12
- বিধাননগরে ভোটার সংখ্যা 4 লক্ষ 46 হাজার 740 জন ৷ চন্দননগরে সেই সংখ্যাটা 1 লক্ষ 44 হাজার 839 ৷ আসানসোলে 9 লক্ষ 42 হাজার 90 জন ভোটার রয়েছেন ৷
এছাড়া শিলিগুড়িতে ভোটার সংখ্যা 4 লক্ষ 2 হাজার 895 ৷
07:09 February 12
- নির্বাচনে 2 হাজার 78টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে । প্রত্যেকটি বুথে রয়েছে সিসিটিভি-র নজরদারি । রয়েছেন পৌরনিগমে চারজন সাধারণ পর্যবেক্ষক ও একজন বিশেষ পর্যবেক্ষক ।
07:00 February 12
- বিধাননগরে 523 টি, চন্দননগরে 176টি, আসানসোলে 1182টি, শিলিগুড়িতে 502টি বুথ রয়েছে ৷
06:59 February 12
- বিধাননগরের পৌরভোটকে কেন্দ্র করে যাতে কোনও সমস্যা না হয়, তাই বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা । বিধাননগরের সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এডিজি, এসটিএফ, সিআইডি জ্ঞানবন্ত সিং। তাঁকে সাহায্য করবেন আইজি সিআইডি আনন্দ কুমার ও বিধাননগরের সিপি সুপ্রতিম সরকার । অন্যদিকে শিলিগুড়িতে থাকছেন ডিপি সিং, চন্দননগরে সুনীল চৌধুরী এবং আসানসোলে সঞ্জয় সিং।
06:21 February 12
- রাজ্য বিজেপির তরফে বিধাননগরে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের দাবি উঠলেও শেষমেশ রাজ্য পুলিশের দায়িত্বেই হচ্ছে চার পৌরনিগমের নির্বাচন ৷ এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ।