কলকাতা, 25 জুন : জাতীয় রাজনীতিতে ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠছে তৃণমূল । জোড়াফুল শিবিরের লক্ষ্যও 2024-এর লোকসভা নির্বাচন । সম্প্রতি দিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনে বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠককে কেন্দ্র করে নতুন করে অ-কংগ্রেসি ও অ-বিজেপি ফ্রন্ট নিয়ে জল্পনা শুরু হয়েছে । কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অ-কংগ্রেসি ও অ-বিজেপি জোট কতটা প্রভাব তৈরি করতে পারবে তা নিয়ে রাজনৈতিক মহলে ধোঁয়াশা তৈরি রয়েছে ।
যদিও তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোর মনে করেন, কংগ্রেসকে বাইরে রেখে কোনও তৃতীয় বা চতুর্থ শক্তি বিজেপিকে ঠেকানোর জন্য যথেষ্ট নয় । প্রশান্ত কিশোরের বক্তব্যকে সমর্থন জানিয়ে বাংলার রাজনৈতিক মহল মনে করছে, বাস্তবে কংগ্রেসকে বাইরে রেখে মহাজোট সম্ভব নয় । রাজনৈতিক বিশেষজ্ঞ তথা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়ের মতে, "24-এর লোকসভা নির্বাচন অনেক দূরে । এখন থেকেই জোট জল্পনা যাঁরা করছেন তাঁদের ভাবনা বাস্তবসম্মত নয় । আঞ্চলিক দলগুলোর নিজস্ব বাধ্যবাধকতা রয়েছে । সেই বাধ্যবাধকতাকে উপেক্ষা করে সর্বভারতীয় স্তরে ঐক্যবদ্ধ লড়াই বাস্তবে কতটা সম্ভব সে বিষয়ে প্রশ্ন রয়েছে ।"
অমল মুখোপাধ্যায় আরও বলেন, "এ রাজ্যের সিপিআই(এম), তৃণমূলের মতো দলগুলি নিজেদের আদর্শগত ব্যবধান সরিয়ে একসঙ্গে নির্বাচনে লড়াই করতে পারে, এটা মেনে নেওয়া কঠিন । সবচেয়ে বড় কথা, আঞ্চলিক দলের অনেক নেতা-নেত্রী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন । সে ক্ষেত্রে কোনও একটি আঞ্চলিক দলকে সামনে রেখে জোট কীভাবে সম্ভব ? আমরা অতীতে যে সমস্ত জোট দেখেছি তার বেশিরভাগ হয় জনসংঘ, নয় কংগ্রেসের মতো বৃহৎশক্তিকে নিয়ে তৈরি হয়েছে । এই দুই শক্তির বাইরে গিয়ে কোনও জোট সফল নয় ।"