কলকাতা, 16 সেপ্টেম্বর : "এই সময়ে রাস্তায় প্যান্ডেল করা বিধিনিষেধ রয়েছে । সেটা তারা শুনবেন না । সে কারণে পদক্ষেপ ।" বাগবাজারে পুলিশ প্রশাসনের তরফ থেকে BJP-র তর্পণ অনুষ্ঠানের মঞ্চ খোলা নিয়ে এভাবেই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের নেত্রী শশী পাঁজা ।
মানুষের স্বার্থেই BJP-র মঞ্চ খোলার পদক্ষেপ : শশী
মহালয়ায় দলের শহিদ কর্মীদের উদ্দেশ্যে তর্পণ করার উদ্যোগ নিয়েছিলেন BJP নেতারা । বাগবাজার ঘাটে তর্পণের জন্য মঞ্চ বেঁধেছিলেন তাঁরা । কোরোনা পরিস্থিতির কথা উল্লেখ করে বাগবাজার ঘাটে তর্পণের জন্য বাঁধা মঞ্চ খুলে দেয় পুলিশ । যাকে কেন্দ্র করে রাজ্য BJP-র অন্দরমহলে তৈরি হয়েছে চরম ক্ষোভ ।
মহালয়ায় দলের শহিদ কর্মীদের উদ্দেশ্যে তর্পণ করার উদ্যোগ নিয়েছিলেন BJP নেতারা । বাগবাজার ঘাটে তর্পণের জন্য মঞ্চ বেঁধেছিলেন তাঁরা । কোরোনা পরিস্থিতির কথা উল্লেখ করে বাগবাজার ঘাটে তর্পণের জন্য বাঁধা মঞ্চ খুলে দেয় পুলিশ । যাকে কেন্দ্র করে রাজ্য BJP-র অন্দরমহলে তৈরি হয়েছে চরম ক্ষোভ । তর্পণ করতে আসা শহিদ পরিবারের মানুষ ও BJP কর্মী- নেতারা ফিরে গেলেও গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ।
এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের নেত্রী শশী পাঁজা বলেন, "বর্তমান পরিস্থিতির কারণে কোনও অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানকে এনক্যারেজ করা হচ্ছে না তা তাঁরা ভালোভাবেই জানে । সব সময় হাইলাইট হওয়ার জন্য তাঁরা নিয়ম ভঙ্গ করে কাজ করার চেষ্টা করেন এবং তখন বলে বাধা প্রাপ্ত হচ্ছি । যারা পুজো বা অনুষ্ঠান করছেন তাঁরা প্রত্যেকেই ইনডোরে করছে । এমনকী আজ আমাদেরও অনুষ্ঠান ইনডোরে করছি । আমরা এটা রাস্তায় করতে পারি না । রাস্তায় প্যান্ডেল করা এই সময় বিধি-নিষেধ রয়েছে এবং তা মানুষের স্বার্থেই রয়েছে । তাঁরা সেটা শুনবেন না সেইজন্য এই পদক্ষেপ নিতে হল।"