পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

946টি কবিতা নিয়ে বইমেলায় মমতার কবিতা বিতান

গত বছর পর্যন্ত মোট 87টি বই প্রকাশিত হয়েছে । এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের 946টি কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে কবিতা বিতান । জাগো বাংলা স্টলে পাওয়া যাবে এই বই ।

ছবি
ছবি

By

Published : Jan 28, 2020, 1:21 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : এবার বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা 946টি কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে নতুন বই । নাম কবিতা বিতান । গতকাল বিধানসভায় নিজের ঘরে বসে একথা জানান মুখ্যমন্ত্রী । এছাড়াও শিশুদের বই সহ আরও বেশ কয়েকটি বই প্রকাশিত হবে । NRC ও CAA-র বিরুদ্ধেও একটি বই প্রকাশিত হবে বলে খবর ।

লোকসভা নির্বাচনের প্রক্রিয়া, বিদ্যাসাগরের মূর্তি কিংবা নাগরিকত্ব সংশোধনী আইন বারবার মমতার কলমে উঠে এসেছে নানা কবিতা । কখনও 'গর্জে ওঠো', কখনও 'জরুরি', কখনও 'দমকা হাওয়া' । বেশ কয়েক বছর ধরে বইমেলায় প্রকাশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই । গতবছর পর্যন্ত মোট 87টি বই প্রকাশিত হয়েছে তাঁর । সেঞ্চুরির পথে আর 13 টি বই বাকি । বই প্রকাশে তাঁর সেঞ্চুরির কথা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ব্যতিক্রম নয় এবারও । 946 টি কবিতা নিয়ে একটি বই প্রকাশিত হচ্ছে । আজ কলকাতা বইমেলায় কবিতা বিতানের উদ্বোধন হবে । মঞ্চ থেকে নিজের লেখা কবিতার বই সহ অন্যান্য বইগুলির উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন : CAA-র প্রতিবাদে মমতার কলমে 'অধিকার'

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শিশুদের জন্যও বেশ কয়েকটি বই লিখেছেন তিনি । সবগুলি কাল প্রকাশিত হবে । সরস্বতীপুজোর জন্য একদিন এগিয়ে এসেছে বইমেলার উদ্বোধন । 29 জানুয়ারি হওয়ার কথা ছিল । কিন্তু উদ্বোধন হচ্ছে আজই । তাই এখনও পর্যন্ত শেষ মুহূর্তের প্রুফ দেখা শেষ হয়নি । আজ থেকেই বইমেলার জাগো বাংলা স্টলে পাওয়া যাবে বইগুলি ।

ABOUT THE AUTHOR

...view details