পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Matangini Hazra : অসমের মাতঙ্গিনী হাজরা বলে মন্তব্য প্রধানমন্ত্রীর ! আপনি কি পাগল, টুইট কুণালের

মাতঙ্গিনী হাজরাকে অসমের বীরাঙ্গনা বলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ স্বাধীনতার 75 বছরে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে তিনি এই কথা জানান ৷ স্বাভাবিক ভাবে বিরোধী শিবির একে বাংলার অপমান বলে একহাত নিতে ছাড়েনি ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Aug 15, 2021, 2:34 PM IST

কলকাতা, 15 অগস্ট : প্রধানমন্ত্রীর ভুল ধরে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ আজ লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে তিনি মাতঙ্গিনী হাজরা-র পরিচয়ের কথা বলতে গিয়ে "অসম কি মাতঙ্গিনী হাজরা" বলে উল্লেখ করেন ৷ বাংলার বীরঙ্গনা সম্পর্কে এমন বিভ্রান্তিকর মন্তব্যের সুযোগ হাতছাড়া করেননি তৃণমূল নেতা ৷

তাঁর এই ভুল তথ্যের জবাব চেয়ে কুণাল ঘোষ একটি টুইট করেন বিজেপিফরইন্ডিয়া-কে ৷ সেখানে তিনি জানতে চান মাতঙ্গিনী হাজরা কি অসমের বাসিন্দা ছিলেন ? এমনকি তিনি নাম না করলেও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন "আপনি কি পাগল ? আপনি ইতিহাস জানেন না ৷ আপনার কোনও অনুভূতি নেই ৷ আপনি শুধুমাত্র একটা লিখিত বক্তৃতা (তাও অন্যের লিখে দেওয়া) নাটকীয় ভঙ্গিতে পড়ে যান ৷ এটা বাংলার অপমান ৷"

আর এই ভুল মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলে দাবি জানান কুণাল ৷ আর সবশেষে পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারীর নাম না লিখলেও, তাঁর প্রসঙ্গ টেনে লেখেন, "আশা করি, পূর্ব মেদিনীপুরে আপনার বিরোধী দলনেতাও এই ধরনের ভুলকে ক্ষমা করবেন না ৷"

আরও পড়ুন : Mamata pens Song : রাজ্যবাসীকে দেশাত্মবোধক গান উপহার মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত উল্লখ্য, মাতঙ্গিনী হাজরা ব্রিটিশ শাসনাধীন ভারতের তদানীন্তন মেদিনীপুর জেলায় থাকতেন ৷ ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন ৷ 1942 সালে 29 সেপ্টেম্বর তৎকালীন তমলুক থানার সামনে ব্রিটিশ পুলিশের গুলিতে তিনি শহিদ হয়েছিলেন । তাঁর অবদান আজও অবিস্মরণীয় ৷

ABOUT THE AUTHOR

...view details