কলকাতা, 9 জানুয়ারি:অনেকেই বাড়িতে চারপেয়ে সন্তান আনেন ৷ তবে অধিকাংশ মানুষই বিদেশি বা হাইব্রিড প্রজাতির কুকুর বা বিড়াল পুষতেই পছন্দ করেন ৷ সম্প্রতি 'ফারফোকস' এবং 'প্রভা খৈতান ফাউন্ডেশন'-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল 'অ্যাডপ্ট এ পেট' শীর্ষক একটি পোষ্য দত্তক কর্মসূচি । উপস্থিত ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় । উল্লেখ্য, তিনি নিজেও একজন পশুপ্রেমী মানুষ । পাঁচটি পোষ্য নিয়ে দিনের অনেকটা সময় কাটে তাঁর । দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্যই ওদেরকে দত্তক দেওয়ার এই উদ্যোগ (pet adoption program in kolkata ) ৷
'ফারফোকস' (Furrfolks) হল কলকাতা ভিত্তিক একটি যুব সংগঠন । যারা অবলা প্রাণীদের কল্যাণে কাজ করে চলেছে পাঁচ বছরেরও বেশি সময় ধরে । এই সংস্থা এবং 'প্রভা খৈতান ফাউন্ডেশন' যৌথভাবে 'করুণা' নামে একটি উদ্যোগ গ্রহণ করেছে, পোষ্য প্রাণীরা যাতে একটি আশ্রয় খুঁজে পায় তার জন্যই এই উদ্যোগ । 8 জানুয়ারি এই দুই সংস্থার মিলিত প্রয়াসে সাদার্ন অ্যাভিনিউয়ের কাছে একটি ক্যাফেতে 'অ্যাডপ্ট-এ-পেট' নামে এক দত্তক শিবিরের আয়োজন করা হয় । 'অ্যাডপ্ট-এ-পেট' ছিল 'ফারফোকস'-এর তৃতীয় অধ্যায় । এই উদ্যোগ নিঃসন্দেহে অবলাদের নতুন ঘর খুঁজে দেবে এবং তাদের বিকাশে সহায়তা করবে বলে আশাবাদী উদ্যোক্তারা ।
সাধারণত কুকুরছানা এবং বিড়াল ছানাদের উদ্ধার করা, তাদের টিকাকরণ, দত্তক নেওয়া, পোষ্যদের নতুন আশ্রয় খুঁজে দেওয়া এই সব দায়িত্ব দীর্ঘদিন ধরে খুব যত্ন সহকারে পালন করে চলেছে 'ফারফোকস'। এই মহৎ সামাজিক কাজে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে 'প্রভা খৈতান ফাউন্ডেশন'।