পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pet Adoption Programme: শহরে অনুষ্ঠিত হল পোষ্য দত্তক কর্মসূচি, উপস্থিত অভিনেতা অনিন্দ্য

ওরা অবলা ৷ নিজেদের কথা মুখ ফুটে বলতে পারে না ৷ প্রতিনিয়ত এক মুঠো খাবারের জন্য লড়াই করে বেঁচে থাকতে হয় ৷ এই সমস্ত পথ সারমেয় ও বিড়ালদের নিয়ে 'ফারফোকস' এবং 'প্রভা খৈতান ফাউন্ডেশন'-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল 'অ্যাডপ্ট এ পেট' শীর্ষক একটি পোষ্য দত্তক কর্মসূচি (Pet Adoption Program)।

Pet Adoption Program
শহরে অনুষ্ঠিত হল পোষ্য দত্তক কর্মসূচি

By

Published : Jan 9, 2023, 10:46 AM IST

কলকাতা, 9 জানুয়ারি:অনেকেই বাড়িতে চারপেয়ে সন্তান আনেন ৷ তবে অধিকাংশ মানুষই বিদেশি বা হাইব্রিড প্রজাতির কুকুর বা বিড়াল পুষতেই পছন্দ করেন ৷ সম্প্রতি 'ফারফোকস' এবং 'প্রভা খৈতান ফাউন্ডেশন'-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল 'অ্যাডপ্ট এ পেট' শীর্ষক একটি পোষ্য দত্তক কর্মসূচি । উপস্থিত ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় । উল্লেখ্য, তিনি নিজেও একজন পশুপ্রেমী মানুষ । পাঁচটি পোষ্য নিয়ে দিনের অনেকটা সময় কাটে তাঁর । দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্যই ওদেরকে দত্তক দেওয়ার এই উদ্যোগ (pet adoption program in kolkata ) ৷

'ফারফোকস' (Furrfolks) হল কলকাতা ভিত্তিক একটি যুব সংগঠন । যারা অবলা প্রাণীদের কল্যাণে কাজ করে চলেছে পাঁচ বছরেরও বেশি সময় ধরে । এই সংস্থা এবং 'প্রভা খৈতান ফাউন্ডেশন' যৌথভাবে 'করুণা' নামে একটি উদ্যোগ গ্রহণ করেছে, পোষ্য প্রাণীরা যাতে একটি আশ্রয় খুঁজে পায় তার জন্যই এই উদ্যোগ । 8 জানুয়ারি এই দুই সংস্থার মিলিত প্রয়াসে সাদার্ন অ্যাভিনিউয়ের কাছে একটি ক্যাফেতে 'অ্যাডপ্ট-এ-পেট' নামে এক দত্তক শিবিরের আয়োজন করা হয় । 'অ্যাডপ্ট-এ-পেট' ছিল 'ফারফোকস'-এর তৃতীয় অধ্যায় । এই উদ্যোগ নিঃসন্দেহে অবলাদের নতুন ঘর খুঁজে দেবে এবং তাদের বিকাশে সহায়তা করবে বলে আশাবাদী উদ্যোক্তারা ।

অনুষ্ঠিত হল পোষ্য দত্তক কর্মসূচি

সাধারণত কুকুরছানা এবং বিড়াল ছানাদের উদ্ধার করা, তাদের টিকাকরণ, দত্তক নেওয়া, পোষ্যদের নতুন আশ্রয় খুঁজে দেওয়া এই সব দায়িত্ব দীর্ঘদিন ধরে খুব যত্ন সহকারে পালন করে চলেছে 'ফারফোকস'। এই মহৎ সামাজিক কাজে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে 'প্রভা খৈতান ফাউন্ডেশন'।

আরও পডু়ন: রাজভবনে সারমেয়দের উপদ্রব ! সমস্যা সমাধানে পৌরকর্তাকে ফোন

'ফারফোকস'- এর কো ফাউন্ডার রুমেলা মিত্র বলেন, "এটি 'অ্যাডপ্ট-এ-পেট' এর থার্ড চ্যাপ্টার । এর আগে আরও দু’বার আমরা করেছি । এই ক্যাম্পটা আরও প্রয়োজন ছিল ৷ কারণ মানুষরা হাইব্রিডস ডগ চায় কিন্তু ভারতীয় কুকুররা সেভাবে যত্ন পায় না । আমাদের সংস্থায় অনেক ইন্ডি ব্রিডস আছে যাতে করে এদের গ্রহণযোগ্যতা বাড়ে ভারতীয় পোষ্য দত্তক হিসেবে । আমরা বিড়ালছানাও দত্তক দিয়ে থাকি । তবে পোষ্য হিসেবে কুকুরছানা থেকে বিড়াল ছানাদের গ্রহণযোগ্যতা একটু কম । তাই মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই আমাদের এই উদ্যোগ । যাতে করে আমরা আমাদের পরিবারে আরও বেশি করে এই ভারতীয় কুকুর ও বিড়াল ছানাদের গ্রহণ করতে পারি । ফলে ওরাও নতুন বাড়ি, আশ্রয় খুঁজে পাবে ।"

দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্যই ওদেরকে দত্তক দেওয়ার এই উদ্যোগ

এদিন এই পোষ্য দত্তক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় । তিনি বলেন, "আমি এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই খুশি হয়েছি । আমি নিজেও একজন পশুপ্রেমী এবং আমার পাঁচটি পোষ্য রয়েছে । আমাদের অবহেলিত কুকুর বিড়ালদের প্রতি আরও যত্নবান হওয়া প্রয়োজন ।"

ABOUT THE AUTHOR

...view details