কলকাতা, 1 এপ্রিল : বাগবাজারের নলিনী সরকার লেনে রান্নার গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় দেখা দিল আতঙ্ক । খবর দেওয়া হয় দমকলে । পরে গন্ধ কম হলেও কোথা থেকে এই গ্যাসের গন্ধ বেরোচ্ছিল তা এখনও জানা যায়নি ।
গতরাতে নলিনী সরকার লেনের বাসিন্দারা হঠাৎই রান্নার গ্যাসের গন্ধ পেতে থাকেন । প্রত্যেকে একে অপরকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করেন কারও বাড়ি থেকে গ্যাস লিক করেছে কি না । কিন্তু প্রত্যেকেই নিশ্চিত করেন যে তাঁদের বাড়ি থেকে গ্যাস লিক হচ্ছে না । এরপর খবর দেওয়া হয় দমকল ও পুলিশে ।