পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অন্য রাজ্য থেকে লোক এসে মানুষকে আতঙ্কিত করে তুলছে : পার্থ - Jhargram

আজ সকালে ঝাড়গ্রামের একটি সরকারি অনুষ্ঠানে এসে সিধু, কানুর ২টি ও স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলেন পার্থ চ্যাটার্জি। এর সাথে জঙ্গলমহলের আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চ্যাটার্জি

By

Published : Feb 27, 2019, 11:36 PM IST

ঝাড়গ্রাম, ২৭ ফেব্রুয়ারি : আজ সকালে ঝাড়গ্রামের একটি সরকারি অনুষ্ঠানে এসে সিধু, কানুর ২টি ও স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলেন পার্থ চ্যাটার্জি। এর সাথে জঙ্গলমহলের আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "অন্য রাজ্য থেকে লোক এসে মানুষকে আতঙ্কিত করে তুলছে। একই সম্প্রদায়ের মানুষকে ভাগ করার চেষ্টা করছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পিত নতুন বাংলা নির্মাণের কাজ অব্যাহত রাখতে হবে। প্রশাসন সবসময় সাহায্য করবে। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেই।"

পার্থ চ্যাটার্জি

পার্থবাবু বলেন, "মুখ্যমন্ত্রী মানুষের কাছে অর্থ পৌঁছে দেওয়ার যে প্রকল্প তৈরি করছেন তার থেকে কেউ যেন বঞ্চিত না হয়।" হাউস ফর অল প্রকল্পে আর্থিক অবস্থা ভালো না থাকা সত্ত্বেও জঙ্গলমহলে বেশি উন্নয়ন হয়েছে বলে জানান তিনি। সাধারণ মানুষের ক্ষোভের কথা জানানোর জন্য জেলাশাসককে একটি বিশেষ সেল চালু করার কথাও বলেন।

ABOUT THE AUTHOR

...view details