কলকাতা, 12 জুন : NRS হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে চরম ভোগান্তিতে পড়েছে রোগী ও পরিজনরা । হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচেই প্রচণ্ড গরমের মধ্যেই মাটিতে পড়ে রইলেন কোনও রোগী । কান্নায় ভেঙে পড়লেন পরিবারের সদস্যরা । রাজ্য সরকারের কাছে দ্রুত এই সমাস্যা সমাধানের আর্জি জানাল রোগীদের পরিবার।
মিনাখাঁর বাসিন্দা মহম্মদ রেজাউল শেখ অভিযোগ করেন, "আমার মেয়ে আসমা খাতুন। অটোর ধাক্কায় পা ভেঙে চুরমার । যন্ত্রণায় ছটপট করছে । প্রথমে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাই । সেখানে আমার মেয়েকে ভরতি নেয়নি। তারপর NRS হাসপাতালে আসি । কিন্তু হাসপাতালে এসে দেখি প্রচুর গন্ডগোল । তারপর আমি আমার মেয়েকে নিয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আসি । কিন্তু এই হাসপাতালে এসেও দেখি একই অবস্থা । সকাল সাড়ে দশটায় এসেছি । জুনিয়র ডাক্তাররা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে । বলে, এখান থেকে নার্সিংহোমে চলে যাও । আমরা গরিব মানুষ । ৫০ হাজার টাকা খরচ । আমি কোথায় পাব? ওটা আমরা বলতে পারব না । খোলা আকাশের নিচে গরমের মধ্যেই বাইরে আমি পড়ে আছি আমার মেয়েকে নিয়ে । মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আমার মেয়ের চিকিৎসার একটা দ্রুত ব্যবস্থা করলে খুবই ভালো হয় ।"