কলকাতা, 24 জুন : কলকাতার সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ রোগী । দু'দিন হয়ে গেলেও খোঁজ নেই রোগীর । ফের প্রশ্নের মুখে শহরের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা ।
এম আর বাঙুর হাসপাতাল থেকে নিখোঁজ ঢাকুরিয়ার হরি নস্কর । তাঁর বয়স ষাট বছর । ইতিমধ্যে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার ।
শুক্রবার রাতে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভরতি করা হয় হরি নস্করকে ৷ এরপর শনিবার দুপুরে তাঁর পরিবারের লোকজন গিয়ে দেখেন বেডে নেই তিনি । সাথে সাথেই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন তাঁরা ৷ তখন কর্তব্যরত নার্সরা তাঁদের জানান, দুপুর ২টো থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
হরি নস্করের পরিবারের অভিযোগ, এত পুলিশ, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কী করে একজন রোগী হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায় ? তাঁদের আরও অভিযোগ, পুলিশ বুথে গিয়ে CCTV ফুটেজ দেখতে চাইলে জানানো হয় CCTV খারাপ ।