কলকাতা, 23 এপ্রিল: নবম-দশমের পাঠ্যক্রম থেকে ডারউইনের বিবর্তনবাদকে অপসারিত করেছে এনসিইআরটি । তার বিরুদ্ধে সরব দেশের শিক্ষা মহলের একটা বড় অংশ । এরই প্রতিবাদে সরব পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চও । তাদের অভিযোগ, হিন্দুত্ববাদী সরকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নানা স্তরের পাঠক্রমের উপর আক্রমণ শুরু করেছে । মৌলবাদী সরকার বিজ্ঞান ও যুক্তিবাদ ধ্বংস করার যে পরিকল্পনা করছে, যার বিরূদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে একজোট হওয়ার আবেদন জানানো হয়েছে । একই সঙ্গে ডারউইনের বিবর্তনবাদকে পুনরায় সিলেবাসে অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়েছে ।
শনিবার একটি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে বলা হয়, কোভিড অতিমারির সুযোগ নিয়ে দেশের সরকার যে জাতীয় শিক্ষানীতি চালু করেছে তার অঙ্গ হিসেবে অতি সম্প্রতি হিন্দুত্ববাদী সরকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নানাস্তরের পাঠ্যক্রমের উপর আক্রমণ শুরু করেছে । বিদ্যালয় পাঠ্যক্রম থেকে ডারউইন ও তাঁর বিবর্তনবাদের অপসারণ তেমনই এক উদাহরণ । পৃথিবীতে মানুষের আবির্ভাব বিষয়ে ডারউইনের এই বৈজ্ঞানিক তত্ত্ব বহুকাল ধরেই ধর্মীয় গোঁড়া ও মৌলবাদীদের হাতে নানাভাবে আক্রমণের শিকার হয়েছে ।
Darwins Evolution Theory: পাঠ্যক্রম থেকে সরল ডারউইনের বিবর্তনবাদ, প্রতিবাদে সরব বিজ্ঞান মঞ্চ
মুঘলের পর ডারউইনের বিবর্তনবাদের উপর কোপ এনসিইআরটি'র ৷ নবম-দশমের পাঠ্যক্রম থেকে এই ডারউইনের বিবর্তনবাদের তত্ত্ব অপসারিত করেছে এনসিইআরটি ৷ আর এর বিরুদ্ধেই সরব হয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ৷
এতসব সত্ত্বেও যুক্তি ও প্রমাণের জোরেই ডারউইনের বিবর্তনবাদ বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ তত্ত্ব হিসেবে স্বীকৃতি পেয়েছে । সৃষ্টিতত্ত্বের প্রণেতারা এর বিরুদ্ধে বহু আক্রমণ রচনা করলেও বৈজ্ঞানিকতাকে ধ্বংস করতে পারেনি । প্রায় এক শতাব্দী আগে আমেরিকায় বিজ্ঞান শিক্ষক জন টমাস স্কোপস ডারউইনের বিবর্তনবাদ স্কুলে পড়িয়েছিলেন বলে সেই অপরাধে তাঁকে শাস্তি পেতে হয়েছিল । ডারউইন তাঁর জীবদ্দশায় এই তত্ত্ব প্রণয়নের জন্য বহু আক্রমণের শিকার হয়েছিলেন ।
এই বিষয়ে বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক প্রদীপ মহাপাত্র বলেন, "আমাদের দেশের মৌলবাদী সরকার বিজ্ঞান ও যুক্তিবাদ ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে । বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির পাঠ্যক্রম থেকে ডারউইনের বিবর্তনবাদের অপসারণ তেমনই এক চক্রান্তের উদাহরণ । ডারউইনের বিবর্তনবাদ শুধু বিজ্ঞান নয়, আমাদের চারপাশের পৃথিবীটাকে বোঝার অন্যতম হাতিয়ার । এই তত্ত্বের অপসারণ পড়ুয়া-সহ সমাজে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার অন্তরায় হয়ে দাঁড়াবে । অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ । বিজ্ঞানী, বিজ্ঞানকর্মী, অভিভাবক এমনকি ছাত্রছাত্রীদেরও এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে আহ্বান জানাচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ।"
আরও পড়ুন :পাঠ্যপুস্তকে মুঘল সাম্রাজ্য 'ইতিহাস'! নিন্দার ঝড় বাংলার শিক্ষামহলে