কলকাতা, 16 মার্চ : আপাতত স্থগিত হয়ে গেল পৌরভোটের প্রক্রিয়া । সর্বদল বৈঠক শুরুর আগেই এমন সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজ্য নির্বাচন কমিশন । কমিশনার সৌরভ দাস শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে । কোরোনা পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ । কমিশন সূত্রে খবর, আগামী 30 মার্চ হবে পরবর্তী রিভিউ মিটিং ।
স্থগিত পৌরভোট প্রক্রিয়া, সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের
আপাতত স্থগিত হয়ে গেল পৌরভোটের প্রক্রিয়া । সর্বদল বৈঠক শুরুর আগেই এমন সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজ্য নির্বাচন কমিশন ।
রাজ্য নির্বাচন কমিশন
ঠিক ছিল, এই সর্বদলীয় বৈঠকের পরেই ঘোষণা হবে ভোটের দিনক্ষণ । সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই সপ্তাহেই ঘোষণা হবে ভোট । কোরোনা আতঙ্ক সবকিছু হিসেব উলটেপালটে দিল । ইতিমধ্যে ভোট পিছিয়ে দেওয়ার দেওয়ার আর্জি জানিয়েছে BJP । তাতেই সহমত পোষণ করেছে তৃণমূল । আর তারপর নতুন করে পুরো বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে তারা । এর ফলে আপাতত পৌর নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।