কলকাতা, 29 সেপ্টেম্বর:ভাদ্র পেরিয়ে আশ্বিন। ঋতুচক্রে শরৎকাল হলে আকাশে উধাও পেঁজা তুলোর মতো মেঘ ৷ উলটেগরম আর ঘামে ভিজছে শরীর। রোদের তাপ সহ্যের মধ্যে হলেও, অস্বস্তিকর গরম দিন-রাত কার্যত জ্বালিয়ে দিচ্ছে। আবহাওয়ায় হালকা ঠান্ডাভাবের ইঙ্গিত নেই কোনওভাবেই। বদলে বৃষ্টি আর গরমে দুইয়ের জেরে শরীর খারাপ হচ্ছে ।
সরকারিভাবে বর্ষা বিদায়ের সময় প্রায় হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর অবশ্য বঙ্গ থেকে বর্ষা কবে বিদায় নেবে তার কোনও আভাস দেয়নি। বদলে জানিয়েছে শুক্রবার দিনের দ্বিতীয়ভাগে গরম সরে গিয়ে আকাশে মেঘ এবং বৃষ্টি ফিরবে। সেই বৃষ্টি আপাতত চলবে। আর তার জেরে পুজোর বাজার করতে গিয়ে যে সমস্যায় পড়তে হবে তা বলার অপেক্ষা রাখে না।
বৃষ্টির অন্যতম কারণ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলের কাছে তৈরি হতে চলা ঘূর্ণাবর্ত। তৈরি হওয়ার পর সেটি দ্রুত নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বাতাসে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে। ফলে আজ বিকেল থেকে বৃষ্টি শুরু হবে। আগামিকাল অর্থাৎ শনিবার থেকে তা পরিমাণে আরও বাড়বে। বিশেষ করে বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে ছবিটা ভিন্ন । উত্তরবঙ্গে এখন সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই । আগামী মাসের তিন তারিখ থেকে বৃষ্টি পাবে উত্তরবঙ্গে। তবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে।
আরও পড়ুন:কর্মক্ষেত্রে প্রশংসিত হবে মিথুন, বাকিদের ভাগ্যে কি আছে জেনে নিন রাশিফলে
বৃহস্পতিবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93 শতাংশ । আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা । দু-এক পশলা বৃষ্টিও হতে পারে । সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।