কলকাতা, 8 মে : পঞ্চম দফার নির্বাচন শেষ হয়েছে । রাজ্যে 42টি আসনের মধ্যে সবকটি পাবেন বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । একই সুর শোনা গেল লোকসভা যুদ্ধে তৃণমূলের অন্যতম সেনাপতি পার্থ চট্টোপাধ্যায়ের গলাতেও । ETV- ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দলের রণকৌশল সহ একাধিক বিষয়ে কথা বললেন তিনি । রইল সাক্ষাৎকারের প্রথম পর্ব ।
ETV ভারত : এবারে রাজ্যে চতুর্মুখী লড়াইয়ের সঙ্গে BJP হাওয়া, গোটা বিষয়টিকে কীভাবে দেখছেন ?
পার্থ চট্টোপাধ্যায় : আমাদের রাজ্যে বিরোধী হাওয়া সেরকম নেই । মনে হচ্ছে হাওয়া । কংগ্রেস বলুন বা CPI(M), তারা ব্যর্থ হতেই হাওয়া মনে হচ্ছে । সরকার বিরোধী একাংশ তো থাকবে । CPI(M), কংগ্রেস, BJP আলাদা দল হতে পারে । কিন্তু, পশ্চিমবঙ্গে এরা সবাই BJP-র পাশে দাঁড়িয়েছে । এখানে মমতাকে কীভাবে আটকানো যায়, তৃণমূলকে কীভাবে আটকানো যায়, সেটাই তাদের পরিকল্পনা । মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম বাংলার মানুষ দেখেছে । মানুষের হয়ে লড়াই করার ইতিহাস দেখেছে । সরকারে এসে মুখ্যমন্ত্রী হিসেবে সর্বস্তরে উন্নয়ন করেছেন । এনিয়ে অতি বড় শত্রুও প্রশ্ন তোলে না ।
ETV ভারত : তৃণমূল নেত্রী সবকটি আসন পাওয়ার ডাক দিয়েছেন । আপনি দলের অন্যতম কান্ডারী । নেত্রীর এই ডাক কতটা ফলপ্রসূ হবে বলে মনে করছেন ?
পার্থ চট্টোপাধ্যায় : উন্নয়নের কাজ আমরা করেছি। দেশকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে BJP । কংগ্রেস দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। ফলে 42 এ 42 পাওয়া সময়ের অপেক্ষা। এখানে BJP-র কমল ফোটাতে গেলে যতগুলি পাপড়ি দরকার তা নেই । একটা দুটো পাপড়ি দেখে বলছে ফুল ফুটবে । এই ফুল ফোটার নয় । ধর্মকে নিয়ে যারা রাজনীতি করছেন, মানুষ মানুষে যারা বিভেদ করছেন, কৃষকের অধিকার যারা কেড়ে নিতে চাইছেন, তারা এরাজ্যে আসবে না । এই সবের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র বিকল্প শক্তি। ফলে 42 এ 42 কাম্য । আমরা সেই দিকেই এগোচ্ছি।