পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 8, 2019, 3:15 AM IST

Updated : May 8, 2019, 9:44 AM IST

ETV Bharat / state

দলে নিজেদের মধ্যে অল্প-বিস্তর ভুল বোঝাবুঝি রয়েছে : পার্থ

মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় নেত্রী । তিনিই দেশের মোস্ট ইন্সপায়ারিং লিডার । বেকারত্বের সমস্যা দেশে বেড়েছে । তবে রাজ্যে 40 শতাংশ বেকার কমেছে । ETV ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বললেন পার্থ চট্টোপাধ্যায় ।

পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা, 8 মে : পঞ্চম দফার নির্বাচন শেষ হয়েছে । রাজ্যে 42টি আসনের মধ্যে সবকটি পাবেন বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । একই সুর শোনা গেল লোকসভা যুদ্ধে তৃণমূলের অন্যতম সেনাপতি পার্থ চট্টোপাধ্যায়ের গলাতেও । ETV- ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দলের রণকৌশল সহ একাধিক বিষয়ে কথা বললেন তিনি । রইল সাক্ষাৎকারের প্রথম পর্ব ।

ETV ভারত : এবারে রাজ্যে চতুর্মুখী লড়াইয়ের সঙ্গে BJP হাওয়া, গোটা বিষয়টিকে কীভাবে দেখছেন ?

পার্থ চট্টোপাধ্যায় : আমাদের রাজ্যে বিরোধী হাওয়া সেরকম নেই । মনে হচ্ছে হাওয়া । কংগ্রেস বলুন বা CPI(M), তারা ব্যর্থ হতেই হাওয়া মনে হচ্ছে । সরকার বিরোধী একাংশ তো থাকবে । CPI(M), কংগ্রেস, BJP আলাদা দল হতে পারে । কিন্তু, পশ্চিমবঙ্গে এরা সবাই BJP-র পাশে দাঁড়িয়েছে । এখানে মমতাকে কীভাবে আটকানো যায়, তৃণমূলকে কীভাবে আটকানো যায়, সেটাই তাদের পরিকল্পনা । মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম বাংলার মানুষ দেখেছে । মানুষের হয়ে লড়াই করার ইতিহাস দেখেছে । সরকারে এসে মুখ্যমন্ত্রী হিসেবে সর্বস্তরে উন্নয়ন করেছেন । এনিয়ে অতি বড় শত্রুও প্রশ্ন তোলে না ।

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

ETV ভারত : তৃণমূল নেত্রী সবকটি আসন পাওয়ার ডাক দিয়েছেন । আপনি দলের অন্যতম কান্ডারী । নেত্রীর এই ডাক কতটা ফলপ্রসূ হবে বলে মনে করছেন ?

পার্থ চট্টোপাধ্যায় : উন্নয়নের কাজ আমরা করেছি। দেশকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে BJP । কংগ্রেস দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। ফলে 42 এ 42 পাওয়া সময়ের অপেক্ষা। এখানে BJP-র কমল ফোটাতে গেলে যতগুলি পাপড়ি দরকার তা নেই । একটা দুটো পাপড়ি দেখে বলছে ফুল ফুটবে । এই ফুল ফোটার নয় । ধর্মকে নিয়ে যারা রাজনীতি করছেন, মানুষ মানুষে যারা বিভেদ করছেন, কৃষকের অধিকার যারা কেড়ে নিতে চাইছেন, তারা এরাজ্যে আসবে না । এই সবের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র বিকল্প শক্তি। ফলে 42 এ 42 কাম‍্য । আমরা সেই দিকেই এগোচ্ছি।

ETV ভারত : আপনারা রাজ্যের উন্নয়ন মডেল তুলে ধরে ভোট প্রচার করছেন । পাশাপাশি BJP মেরুকরণের রাজনীতি করছে‌ বলে প্রচার চালাচ্ছেন । এবারের ভোটে কীসের উপর ভিত্তি করে জিতবেন ? উন্নয়নের প্রচার না কি মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে ?

পার্থ চট্টোপাধ্যায় : মমতা বন্দোপাধ্যায়ের জনপ্রিয়তা ভারতবর্ষে মোস্ট ইন্সপায়ারিং । তিনি আমাদের দলনেত্রী, এটাই সবথেকে বড় অ্যাডভান্টেজ । দ্বিতীয় বিষয় হল দলে অল্পবিস্তর ভুল বোঝাবুঝি থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সবাই এক । তৃতীয় বিষয় হল, আমাদের কাজ । আমরা লড়াই করে সরকারে এসেছি, একদিনের জন্যও মানুষকে ভুলে যায়নি । চতুর্থত, উন্নয়নের সোপান । ভারতবর্ষের বেকার যুবক কাজ পাচ্ছে না । বেকারত্ব রেকর্ড ছুঁয়েছে । আমরা রাজ্যে 40 শতাংশ বেকার কমিয়েছি । যুবকদের পাশে দাঁড়িয়েছি । কৃষকদের ঋণ মকুব, খাজনা মকুবের ব্যবস্থা করেছি । ব‍্যবস্থা করেছি মিউটেশন মকুবেরও । কৃষকের আয় ৩ গুণ বেড়েছে । মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে ।

ETV ভারত : সোশাল মিডিয়ায় আপনাকে জড়িয়ে কুরুচিকর পোস্ট করা হয়েছে, এটা নিয়ে কী বলবেন ?

পার্থ চট্টোপাধ্যায় : BJP করেছে না CPI(M), তা জানি না । ওরা সবাই এক । আমার কোনও পুত্রসন্তান নেই । আমার একমাত্র কন্যা । সে চাকরি সূত্রে বিদেশে থাকে । একটি বাচ্চা ছেলের ছবি দিয়ে বলা হল, পার্থর ছেলে। ভাবুন কীভাবে মিথ্যাচার করছে বিরোধীরা । সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করেছি । কঠোর শাস্তির দাবি করেছি।

সাক্ষাৎকারের পরবর্তী অংশ দ্বিতীয় পর্বে.........

এই সংক্রান্ত খবর : আঞ্চলিক দলগুলিকে একজোট করে সরকার গড়াটাই লক্ষ্য : পার্থ

Last Updated : May 8, 2019, 9:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details